7.2 C
London
December 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে একজন পুলিশ অফিসারকে ধর্ষণের দায়ে দায়িত্ব হতে অব্যাহতি

যুক্তরাজ্যে ডিউটিতে থাকাকালীন সময়ে এক একজন পুলিশ অফিসার কর্তৃক একজন মহিলা ধর্ষিত হবার খবর ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে।
হার্টফোর্ডশায়ার পুলিশে কর্মরত একজন পুলিশ সার্জেন্ট ডেভিড স্ট্যানসবারিকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করা হয়। তার বিরুদ্ধে ডিউটিতে থাকাকালীন সময়ে একজন মহিলাকে ধর্ষণের অভিযোগ আনা হয়।
ডেভন এবং কর্নওয়াল পুলিশ জানিয়েছে, পুলিশ সার্জেন্ট ডেভিড স্ট্যানসবারির বিরুদ্ধে ১৬ বছর বা তার বেশি বয়সী এক মহিলাকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।
অভিযোগটি ২০০৯ সালের যা প্লাইমাউথে সংগঠিত হয়েছে বলে নিশ্চিত করে সংবাদমাধ্যম। ডেভন এবং কর্নওয়াল পুলিশ জানায় ২০২০ সাল পর্যন্ত ঘটনাটি  তদন্তাধীন ছিল।
স্ট্যানসবারি হার্টফোর্ডশায়ার পুলিশের একজন কর্মকর্তা হিসেবে কাজ করে যাচ্ছিলেন তবে তাকে বর্তমানে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সামারসেটের ইলমিনস্টারের ৪২ বছর বয়সী এই পুলিশ কর্মকর্তা ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত ডেভন এবং কর্নওয়াল পুলিশ বিভাগের দায়িত্ব পালন করে যাচ্ছিলেন বলে খবরে জানা যায়।
উল্লেখ্য যে স্ট্যানসবারি বুধবার বিচারের জন্য প্লাইমাউথ ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে হাজির হবেন।

আরো পড়ুন

নিরাপদ সড়কের জন্য ব্রিটেনের মসজিদের প্রচারণা

কোভিডের যাবতীয় ভ্রমণ বিধিনিষেধ তুলে নিলো যুক্তরাজ্য

হিথ্রো বিমানবন্দরে পাসপোর্ট কন্ট্রোল কর্মচারীদের আবারও ধর্মঘটের ডাক