ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমআই-ফাইভের বিরুদ্ধে ভুয়া প্রমাণ দেওয়ার ঘটনায় নতুন তদন্তের নির্দেশ দিয়েছেন। আদালতের অনুরোধে তিনি এই পদক্ষেপ নেন। এ ঘটনায় গোয়েন্দা সংস্থার স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছে।
ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ‘এজেন্ট এক্স’ নামে পরিচিত এক নব্য-নাৎসি তথ্যদাতা, যিনি এমআই৫-এর হয়ে কাজ করার সুযোগকে অপব্যবহার করে নিজের প্রেমিকাকে হুমকি ও হামলার শিকার করেন। এ মামলায় এমআই৫ তিনটি আলাদা আদালতে ভুল তথ্য প্রদান করে বলে প্রমাণ মেলে।
স্টারমার পার্লামেন্টে দেওয়া এক লিখিত বিবৃতিতে বলেন, তিনি অবিলম্বে নতুন তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন। এই তদন্তের ফলাফলের ওপর নির্ভর করে আদালত তাদের পরবর্তী পদক্ষেপ নেবে। তিনি আরও জানান, পূর্ববর্তী তদন্তগুলোতে গুরুতর প্রক্রিয়াগত ত্রুটি ছিল।
নতুন তদন্তের নেতৃত্ব দেবেন ডেপুটি ইনভেস্টিগেটরি পাওয়ারস কমিশনার স্যার জন গোল্ডরিং। তিনি অতীতে বহুল আলোচিত হিলসবোরো ইনকোয়েস্ট তত্ত্বাবধান করেছিলেন। এ দলে একটি ছোট তদন্তকারী দলও থাকবে।
এমআই৫-এর ভুয়া প্রমাণ দেওয়ার বিষয়টি প্রথম প্রকাশ্যে আনে বিবিসি। ২০২২ সালে এজেন্ট এক্স-কে নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করতে গিয়ে সাংবাদিকদের ফোনে তার পরিচয় নিশ্চিত করেছিল এমআই৫, অথচ আদালতে তারা দাবি করে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। পরবর্তীতে প্রমাণ উপস্থাপিত হলে সংস্থাটি ভুল স্বীকার করে।
এমআই৫-এর মহাপরিচালক স্যার কেন ম্যাককলাম পরে ক্ষমা চান। তবে দুটি সরকারি তদন্তে এমআই৫ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ইচ্ছাকৃত অপরাধ থেকে অব্যাহতি দেওয়া হয়। কিন্তু এ বছরের জুলাইয়ে হাইকোর্টের বিচারকরা বলেন, এমআই৫-এর তদন্তগুলো প্রক্রিয়াগতভাবে এতটাই দুর্বল ছিল যে সেগুলোর ওপর নির্ভর করা যায় না।
ইনভেস্টিগেটরি পাওয়ারস ট্রাইব্যুনালও (আইপিটি) একই মত দেয় এবং নতুন তদন্তের অনুরোধ জানায়। তারা শুধু আদালত অবমাননার সম্ভাবনা নয়, বরং এমআই৫ ও সরকারের দায়িত্বশীলতা এবং ‘ডিউটি অব ক্যান্ডার’—অর্থাৎ আদালতের প্রতি পূর্ণ সততার নীতির লঙ্ঘন নিয়েও প্রশ্ন তোলে।
হোম অফিস জানিয়েছে, আদালতে ভুয়া প্রমাণ দেওয়াটা গুরুতর ব্যর্থতা, যার জন্য মহাপরিচালক প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। এদিকে এজেন্ট এক্স-এর প্রাক্তন প্রেমিকার পক্ষে লড়াই করা সেন্টার ফর উইমেন’স জাস্টিস-এর আইনজীবী কেট এলিস প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আদালতে ভুয়া প্রমাণ ব্যবহার অত্যন্ত ভয়াবহ ঘটনা এবং এতে ইচ্ছাকৃত আদালত অবমাননার ইঙ্গিত থাকতে পারে।
সূত্রঃ বিবিসি
এম.কে
১৭ সেপ্টেম্বর ২০২৫