26.3 C
London
August 13, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে এম-২৫ মোটরওয়েতে লরিতে আগুন, যান চলাচল বন্ধ

ইংল্যান্ডের অন্যতম ব্যস্ততম সড়ক এম২৫ বুধবার (১৩ আগস্ট) বিকেলে সম্পূর্ণ থমকে যায় একটি টায়ারবোঝাই লরির অগ্নিকাণ্ডে। অ্যান্টি-ক্লকওয়াইজ পথে J30 (ডার্টফোর্ড) থেকে J29 (রমফোর্ড) অংশে লরিটি হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে। ঘটনার পরপরই উভয়মুখী চলাচল বন্ধ করে দেওয়া হয়।

ঘটনাস্থলে এসেক্স ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের গ্রেইসের দুটি ইউনিট, বাসিলডন, ব্রেন্টউড, লন্ডন ফায়ার ব্রিগেড ও কেন্ট ফায়ার সার্ভিসের একাধিক ক্রু আগুন নেভাতে কাজ করে। গাড়ির টায়ারের কারণে আগুন থেকে প্রচণ্ড কালো ধোঁয়া সৃষ্টি হয়, যা কয়েক মাইল দূর থেকেও দেখা গেছে।

ন্যাশনাল হাইওয়েজ জানিয়েছে, আগুনের তীব্রতা এবং রাস্তার ক্ষতির কারণে সারাদিনই এই অংশ বন্ধ থাকতে পারে। পুনঃপৃষ্ঠতল (resurfacing) করার প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে অ্যান্টি-ক্লকওয়াইজ পথে সব লেন বন্ধ, আর ক্লকওয়াইজ পথে লেন ৩ ও ৪ বন্ধ রয়েছে।

পুলিশ নিশ্চিত করেছে, এই ঘটনায় কেউ আহত হয়নি এবং কোনও গ্রেপ্তারও হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লরির যান্ত্রিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

এম২৫-এর গুরুত্ব বিবেচনায় এই বন্ধে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। ডার্টফোর্ড টানেল পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি রয়েছে এবং বিকল্প সড়কগুলোতেও প্রচণ্ড চাপ পড়েছে। ন্যাশনাল হাইওয়েজ যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে বের হতে অথবা যাত্রা বিলম্বিত করার পরামর্শ দিয়েছে।

চালকদের জন্য বিকল্প রুট নির্ধারণ করা হয়েছে—অ্যান্টি-ক্লকওয়াইজ যাত্রীরা M25 J30 থেকে A13 → A128 → A127 হয়ে পুনরায় M25 J29-এ যোগ দিতে পারবেন। ক্লকওয়াইজ যাত্রীরা M25 J29 থেকে A127 → A128 → A13 হয়ে পুনরায় M25 J30-এ ফিরতে পারবেন।

এম২৫ প্রতিদিন প্রায় ২ লাখ থেকে ২.৫ লাখ যানবাহন বহন করে। আজকের অগ্নিকাণ্ডে এই সড়ক ব্যবহারকারীদের জন্য সারাদিন ভোগান্তি অব্যাহত থাকার আশঙ্কা করা হচ্ছে।

সূত্রঃ দ্য এক্সপ্রেস

এম.কে
১৩ আগস্ট ২০২৫

আরো পড়ুন

পূর্ব লন্ডনে বাংলাদেশি নারীকে ছুরিকাঘাতে হত্যা

অনলাইন ডেস্ক

সাবিনা নেসা হত্যার দায় স্বীকার করলেন গ্যারেজকর্মী

অনলাইন ডেস্ক

ব্রিটিশ শিশুরা অলসতায় বিশ্বসেরাঃ গবেষণা