14.6 C
London
August 5, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে কোভিড-১৯ এর নতুন ভ্যারিয়েন্টে প্রথম সংক্রমণ

যুক্তরাজ্যে কভিড-১৯-এর নতুন ভ্যারিয়েন্টে প্রথম সংক্রমণের তথ্য পাওয়া গেছে। দেশটির হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ) চলতি সপ্তাহে বিএ.২.৮৬ ভ্যারিয়েন্টে সংক্রমিত হওয়া একজনের সন্ধান পেয়েছে বলে জানায়।

তবে সংক্রমিত ব্যক্তির সাম্প্রতিক কোনো ভ্রমণের তথ্য নেই। অন্য এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বিভাগ জানায়, তারা ভাইরাসটির নতুন পরিবর্তিত রূপ নিয়ে কাজ করছে, যা নতুন করে সংক্রমণ হার বাড়িয়ে দিতে পারে।

যুক্তরাজ্য ছাড়াও ইসরায়েল, ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রেও এর সন্ধান পাওয়া গেছে। তবে নতুন ভ্যারিয়েন্ট কতোটুকু ভয়াবহ হতে পারে কিংবা এর উপসর্গ কি তা নিয়ে বিস্তারিত কাজ করে যাচ্ছেন বিজ্ঞানীরা। যদিও অধিক বয়সী লোকেদের ব্যাপারে শ্বাসতন্ত্রে আক্রমণ ভয়ংকর রুপ নিতে পারে বলে জানায় ইউকেএইচএসএ।

এম.কে
২৫ আগস্ট ২০২৩

আরো পড়ুন

হ্যারি-মেগানের ঘরে আসছে নতুন সদস্য

অনলাইন ডেস্ক

টিউলিপ সিদ্দিককে পদ থেকে না সরানোয় ক্ষুব্ধ যুক্তরাজ্য রাজনীতিবিদেরা

আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের তিন ক্রিকেটার

অনলাইন ডেস্ক