4 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে গত তিন রমজানে এই প্রথম মসজিদে নির্বিঘ্নে জমায়েত

যুক্তরাজ্যে গত তিন ইদুল ফিতরের মৌসুমে এবার প্রথমবারের মতো কোনো কোভিড বিধিনিষেধ ছাড়াই মুসলমানদের পবিত্র মাস শুরু হয়েছে।

 

রোজার চাঁদ দেখার সাথে সাথে, বিশ্বজুড়ে মুসলমানরা আত্মসংযম পালন করতে এবং অন্যের দুঃখ-কষ্টের প্রতিফলন করার জন্য রমজানের উপবাস শুরু করেন।

 

এই সময় জুড়ে, ইউরোপের অন্যতম বৃহত্তম মসজিদ হোয়াইটচ্যাপেলের পূর্ব লন্ডন মসজিদে আড়াই লাখেরও বেশি মুসলমান নামাজ পড়তে আসবেন।

 

প্রতিদিন সূর্যাস্তের পর মসজিদে তারাবিহ নামাজ আদায় করা হচ্ছে এবং প্রায় ৫০০ মুসল্লিকে ইফতারের খাবার দেওয়া হয়। সারা মাস ধরে বিভিন্ন ধর্মের নেতাদেরও এতে আমন্ত্রণ করা হবে।

 

ইস্ট লন্ডন মসজিদের একজন মুখপাত্র বলেছেন: ‘মসজিদ ইফতারি করা এবং আত্মীয়তার একটি দুর্দান্ত অনুভূতি দেয়। রমজান পূর্ব লন্ডনের মুসলমানদের একত্রিত করে। তাদের নিজেদের এবং অন্যদের সম্পর্কে আরও সচেতন করে তোলে।’

 

ইস্ট লন্ডন মসজিদ সাধারণত প্রতি বছর রমজান মাসে দাতব্য কাজের জন্য অর্ধ মিলিয়ন পাউন্ড সংগ্রহ করে, সারাদেশের মুসলমানদের কাছ থেকে নিয়মিতভাবে ১০০ মিলিয়ন পাউন্ড এর অনুদান।

 

৯ এপ্রিল ২০২২
সূত্র: ইলফোর্ড রেকর্ডার

আরো পড়ুন

উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হবে বিশ্বকাপ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেফতার

অবৈধ পথে ইউরোপযাত্রার হার বেড়েছে ৬৮ শতাংশ

অনলাইন ডেস্ক