6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে দেড় লাখ টাকায় পাওয়া যাচ্ছে দুই বেডরুমের ফ্ল্যাট

যুক্তরাজ্যের প্রপার্টি মার্কেটে অবিশ্বাস্যভাবে সস্তা দামে ফ্ল্যাট এসেছে। তবে আগ্রহী ক্রেতাদের ফ্ল্যাট কেনার পর এর ভিতরে কিছু প্রয়োজনীয় কাজ করাতে হবে। দুই বেডরুমের ফ্ল্যাটটি যুক্তরাজ্যের স্কটল্যান্ডে অবস্থিত। যার মূল্য ধরা হয়েছে মাত্র ১০০০ পাউন্ড। তবে ঘর বা ফ্ল্যাটটি কেনার পর ফ্ল্যাটে কাজ করাতে হবে বলে খবরে জানা যায়।

পূর্ব আয়ারশায়ারের নিউ কমান্ডে ফ্ল্যাটটি অবস্থিত যেখানে রেন্টাল সুবিধা বিদ্যমান। গ্লাসগো থেকে মাত্র ৪৪ মাইল দূরে অবস্থিত এই ফ্ল্যাটটি। যেখানে ‘দুর্দান্ত বাস এবং রেল যোগাযোগের সুবিধা রয়েছে। তবে সস্তা ফ্ল্যাটটির দেওয়ালের বিভিন্ন অংশের পলেস্তারা খসে পড়েছে এবং ভিতরে সম্পূর্ণ রং নষ্ট হয়ে গিয়েছে।

কম দামের এই সম্পত্তিটি কোনো বিল্ডার্স প্রতিষ্ঠানের জন্য হতে পারে ভালো বিনিয়োগ। তথ্যানুযায়ী জানা যায় এই অঞ্চলে অন্যান্য ফ্ল্যাটের দাম প্রায় চল্লিশ হাজার পাউন্ড বা তারো বেশি।

উল্লেখ্য যে ফ্ল্যাটটির গ্রাউন্ড ফ্লোরে একটি হলওয়ে, লাউঞ্জ, দুটি শয়নকক্ষ, একটি রান্নাঘর এবং একটি বাথরুম আছে। তাছাড়া গ্রামের পাশে অবস্থিত এই ফ্ল্যাটের সামনে ও পিছনে রয়েছে বৃহৎ গার্ডেন।

সূত্রঃ ম্যানচেস্টার ইভিনিং নিউজ

এম.কে
০৩ ফেব্রুয়ারি ২০২

আরো পড়ুন

অভিবাসন সিদ্ধান্ত নিতে এআই সরঞ্জাম যুক্ত হওয়া নিয়ে নতুন বিতর্ক

যুক্তরাজ্যের অভিবাসীদের প্রবেশের সংখ্যা ধীরগতিতে কমে আসছেঃ রিপোর্ট

যুক্তরাজ্যে ট্যাক্স রিটার্ন দাখিলের ব্যর্থতায় গুণতে হচ্ছে জরিমানা