7.2 C
London
December 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় হাজারো মানুষ

জ্বালানি তেল সংকট ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্লাকার্ড হাতে রাস্তায় জড়ো হয়েছেন যুক্তরাজ্যের হাজারো মানুষ। জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে ব্যানারে নানা স্লোগান লিখে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা।

 

রোববার (২ অক্টোবর) রাজধানী লন্ডন ছাড়াও লিভারপুল, বার্মিংহাম, ম্যানচেস্টারসহ বেশ কয়েকটি শহরে রাস্তায় নেমে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেন স্থানীয়রা।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটে দিন পার করছে ইউরোপের দেশগুলো। শীতকাল সামনে রেখে জ্বালানি তেলের দাম বেড়েছে কয়েক গুণ। এতে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। যার প্রভাবে আয়ের তুলনায় প্রয়োজন পূরণে হিমশিম খাচ্ছে দেশটির সাধারণ মানুষ।

একই দাবিতে বিক্ষোভ করেছে ইউরোপের আরেক দেশ জার্মানির সাধারণ মানুষ। শনিবার দেশটির রাজধানী বার্লিনের রাস্তায় প্লাকার্ড-ব্যানার হাতে জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার প্রতিবাদে আন্দোলনে নামে বিক্ষুব্ধ জনতা।

তারা জানায়, প্রতিনিয়তই জ্বালানি তেলের দাম বাড়ছে। যার প্রভাব পড়েছে অন্যান্য পণ্যে। এতে চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন তারা।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশটিতে গেল বছরের তুলনায় জ্বালানি তেলের দাম বেড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির পাশাপাশি মারাত্মক প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে।

 

৩ অক্টোবর ২০২২
এনএইচ

আরো পড়ুন

ঈশার আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাজ্য, নিহত দুই

ফিলিস্তিনিরা ‘গণহত্যার’ শিকার উল্লেখ করে জাতিসংঘ কর্মকর্তার পদত্যাগ

যুক্তরাজ্যে অভিবাসীদের বাসস্থানের জন্য কঠোর হচ্ছে সরকার