যুক্তরাজ্যে লাইফ ইন দ্য ইউকে টেস্ট বা যুক্তরাজ্য নাগরিকত্ব সংক্রান্ত পরীক্ষার জন্য আইডি কার্ডের নিয়মের পরিবর্তন এসেছে।
নতুন নিয়মের আপডেটের কারণে পরীক্ষা দেয়ার আগে সকলকে ইউকে হোম অফিসের ওয়েবসাইটে আপডেট চেক করার অনুরোধ জানিয়েছে হোম অফিস। ইউকে হোম অফিসের নতুন পরিচয় যাচাইয়ের নিয়ম অনুযায়ী যদি আপনি ই-ভিসাধারী হন তাহলে অবশ্যই একটি নতুন ধাপ অনুসরণ করতে হবে।
আগে লাইফ ইন দ্য ইউকে টেস্টে বেশিরভাগ প্রার্থী পাসপোর্ট বা BRP কার্ড দেখিয়েই পরীক্ষা দিতে পারতেন। কিন্তু ইউকে ইমিগ্রেশন ব্যবস্থা ধীরে ধীরে অনলাইনের দিকে এগিয়ে যাওয়ায় এখন ই-ভিসা ধারীদের জন্য ডিজিটাল আইডেন্টিটি যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে।
আপনি যদি ই-ভিসাধারী হন, তাহলে আপনাকে অবশ্যই একটি শেয়ার কোড তৈরি করতে হবে, যা দিয়ে আপনি পরীক্ষার দিন আপনার পরিচয়ের প্রমাণ করবেন।
✅ পরীক্ষার দিনে গ্রহণযোগ্য পরিচয়পত্র
পরীক্ষায় বসার জন্য আপনাকে একটি মূল ও বৈধ পরিচয়পত্র আনতে হবে – এবং এটি সেই একই আইডি হতে হবে যেটা আপনি পরীক্ষার সময় বুকিংয়ের জন্য ব্যবহার করেছিলেন:
★Biometric Residence Permit (BRP) অথবা Biometric Residence Card (BRC)
(মেয়াদোত্তীর্ণ হওয়ার পরেও ১৮ মাস পর্যন্ত ব্যবহারযোগ্য)
★EU/EEA/Swiss National Identity Card (যেটির মেয়াদ শেষ হয়নি)
★Passport (মেয়াদোত্তীর্ণ নয়)
★Travel Document (প্রযোজ্য, তবে জরুরি সংস্করণ গ্রহণযোগ্য নয়)
ফটোকপি নয়। স্ক্রিনশট নয়। মেয়াদোত্তীর্ণ পরিচয়পত্র পরীক্ষার জন্য গ্রহণযোগ্য নয়।
ই-ভিসাধারীদের করণীয়ঃ
আপনার কাছে ই-ভিসা সম্বলিত কোনো ফিজিকাল ডকুমেন্ট না থাকায়, আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:
★আপনার UKVI অ্যাকাউন্টে লগইন করুন
★একটি শেয়ার কোড তৈরি করুন
★সেই কোডটি পরীক্ষাকেন্দ্রে জমা দিন—পরিচয় ও বৈধতার প্রমাণ হিসেবে।
টিপস: যদি আপনার সোশ্যাল মিডিয়া বা পরীক্ষার অ্যাকাউন্ট প্রাইভেট থাকে, তাহলে আপনাকে ডিরেক্ট মেসেজ করে কোড পাঠাতে হতে পারে বা বুকিংয়ের সময় দেয়া অন্যান্য নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করতে হতে পারে।
⚠️ ভুল আইডি? পরীক্ষা মিস হওয়ার ঝুঁকি!
আপনার আইডি যদি বুকিংয়ের সময়ে দেয়া আইডির সাথে না মিলে বা আপনি সঠিক ডকুমেন্ট না আনেন, তাহলে আপনি “লাইফ ইন দ্য ইউকে” পরীক্ষা দিতে পারবেন না। এতে সময়, টাকা নষ্ট হবে এবং ইউকে নাগরিকত্ব পাওয়ার পথেও দেরি হতে পারে।
পরীক্ষার আগের চূড়ান্ত চেকলিস্ট:
★আপনার বুকিংয়ের নাম এবং আইডি মেলে কিনা যাচাই করুন
★আপনার আইডি বৈধ এবং অরিজিনাল কিনা নিশ্চিত করুন
★ই-ভিসা থাকলে, UKVI অ্যাকাউন্টে লগইন করে শেয়ার কোড নিন।
যে ডকুমেন্ট দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, সেটিই সঙ্গে আনুন
সফল পরীক্ষার জন্য প্রস্তুত থাকুন!
সূত্রঃ ডি.এ.এ.ডি
এম.কে
২৫ এপ্রিল ২০২৫