যুক্তরাজ্যের ব্ল্যাকবার্নে ভক্তদের সঙ্গে ছবি তোলার সময় মুখোশধারী দুজন দুর্বৃত্তের হাতে হামলার শিকার হয়েছেন পাকিস্তানি গায়ক ও টিকটক তারকা চাহাত ফতেহ আলী খান। গত ১৯ জুন হোয়ালি রেঞ্জের পরাঠা স্টপ রেস্তোরাঁর উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পারফরম্যান্স শেষে ভক্তদের সঙ্গে ছবি তুলছিলেন চাহাত। এসময় এক যুবক দৌড়ে এসে তার মাথায় ডিম ছুড়ে মারে। সঙ্গে সঙ্গেই আরেকজন এসে আবার ডিম নিক্ষেপ করে। মুহূর্তেই তারা পালিয়ে যায়। ঘটনাস্থলে হতভম্ব হয়ে পড়েন চাহাত, যিনি পরবর্তীতে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।
চাহাত ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় জানান, রেস্তোরাঁ কর্তৃপক্ষকে তিনি সিসিটিভি ফুটেজ চাইলে প্রথমে জানানো হয় কোনো ভিডিও নেই। কিন্তু কয়েক মাস পর সেই ভিডিও হঠাৎ রেস্তোরাঁর অফিসিয়াল পেজে প্রকাশ করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ভিডিওর গোপনীয়তা ভঙ্গের অভিযোগ তোলেন এবং রেস্তোরাঁ মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেন।
অন্যদিকে রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানায়, তারা চাহাতকে যথেষ্ট সম্মান দিয়ে আমন্ত্রণ জানিয়েছিল এবং তাকে পারিশ্রমিক প্রদান করা হয়েছিল। তাদের দাবি, ঘটনাটি সম্পূর্ণ রাস্তায় ঘটেছে, রেস্তোরাঁর ভেতরে নয়। হামলাকারীদের শনাক্ত করার উদ্দেশ্যেই ভিডিওটি প্রকাশ করা হয়েছিল। তবে এটি জাতীয় আলোচনায় আসবে তা তারা কল্পনা করেনি। এজন্য তারা প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছে।
চাহাত অভিযোগ করেন, ঘটনার পর তাকে অচেনা নম্বর থেকে ফোন করে উপহাস করা হয়েছে। তিনি বলেন, “রেস্তোরাঁ কর্তৃপক্ষ প্রথমে সত্য গোপন করেছে। আমি এ নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করছি।”
ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে চাহাত ফতেহ আলী খানের প্রতি সহানুভূতির ঢল নামে। ভক্তরা এ ঘটনাকে ‘লজ্জাজনক ও নিন্দনীয়’ আখ্যা দিয়ে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সূত্রঃ ল্যাঙ্কাশায়ার টেলিগ্রাম
এম.কে
১৩ সেপ্টেম্বর ২০২৫