26.4 C
London
July 9, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে পানির সংকট চরমে, হোসপাইপ নিষেধাজ্ঞার হুমকি থেমস ওয়াটারের

বৃষ্টি কম ও পানির অতিরিক্ত চাহিদার কারণে ভয়াবহ সংকটে পড়েছে যুক্তরাজ্যের থেমস ওয়াটার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরিস্থিতির উন্নতি না হলে হোসপাইপ নিষেধাজ্ঞা (hosepipe ban) জারি করা হবে।

থেমস ওয়াটার এক বিবৃতিতে বলেছে, “চলমান শুষ্ক আবহাওয়া ও গ্রাহকদের অতিরিক্ত পানি ব্যবহারের কারণে থেমস ভ্যালি অঞ্চলের পানির সরবরাহ চাপে পড়েছে। যদি পরিস্থিতি না বদলায়, তাহলে আমরা পানি ব্যবহারে বিধিনিষেধ আরোপ করব।”

সুইন্ডন ও অক্সফোর্ডশায়ার এলাকায় ৩০ জুন পানির চাহিদা ২০২২ সালের খরার সময়ের সমান উচ্চতায় পৌঁছায় বলে জানায় থেমস ওয়াটার।

এদিকে, ইংল্যান্ডের পরিবেশ সংস্থা (Environment Agency) ঘোষণা দিয়েছে, অক্সফোর্ডশায়ার, বার্কশায়ার ও সারির অনেক অংশে “Prolonged Dry Weather” বা দীর্ঘমেয়াদি শুষ্ক আবহাওয়ার অবস্থা বিরাজ করছে। তারা জানায়, গত তিন মাসে থেমস এলাকায় স্বাভাবিকের মাত্র ৫০% বৃষ্টিপাত হয়েছে।

এই সংকট মোকাবিলায় গ্রাহকদের পানি ব্যবহারে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে থেমস ওয়াটার। তারা অনুরোধ করেছে—

*কম সময়ের ভিতরে গোসল করতে,

*ট্যাপ খোলা রেখে পানি ব্যবহার বন্ধ করতে,

*লনে পানি ব্যবহার না করতে।

সরকারের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ, এপ্রিল ও মে ছিল ১৮৯৩ সালের পর সবচেয়ে শুষ্ক সময়। ইতোমধ্যে উত্তর-পশ্চিম ইংল্যান্ড ও ইয়র্কশায়ারে খরা ঘোষণা করা হয়েছে।

থেমস ওয়াটার বলেছে, তারা গ্রাহকদের জরুরি প্রয়োজন নিশ্চিত করতে যেকোনো প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নিতে প্রস্তুত।

সূত্রঃ বিবিসি

এম.কে
০৯ জুলাই ২০২৫

আরো পড়ুন

কিং চার্লসের রাজ্যাভিষেকে যাচ্ছেন একমাত্র কোন বলিউড নায়িকা

যুক্তরাজ্যে অভিবাসী মৃত্যুর ঘটনায় দায়ী তরুণের বিচার শুরু

১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্য ফাইজারের টিকা অনুমোদন দিলো যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক