ইউনিভার্সাল ক্রেডিট ও পার্সোনাল ইনডিপেনডেন্স পেমেন্ট (পিআইপি) বিল নিয়ে সাম্প্রতিক সংশোধনের পর যুক্তরাজ্যের ওয়ার্ক অ্যান্ড পেনশনস বিভাগ (ডিডব্লিউপি) আশ্বস্ত করেছে, পিআইপি-নির্ভর অতিরিক্ত সুবিধাগুলো প্রভাবিত হবে না। ব্লু ব্যাজ স্কিম, ছাড়কৃত ভ্রমণ সুবিধা ও কেয়ারার এলাউন্স আগের মতই বহাল থাকবে।
বিলে প্রস্তাবিত পিআইপি মানদণ্ডের পরিবর্তনের ফলে হাজার হাজার মানুষ এই ‘পাসপোর্টেড বেনিফিটস’ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে ওয়ার্ক অ্যান্ড পেনশনস সেক্রেটারি লিজ কেনডেল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এই পরিবর্তনের ফলে বর্তমান পিআইপি গ্রাহকরা কোনওভাবেই ক্ষতিগ্রস্ত হবেন না।
লেবার এমপি ড. লরেন সালিভান সংসদে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “পিআইপি হচ্ছে কেয়ারার এলাউন্স, ব্লু ব্যাজ এবং বাস পাসের মতো গুরুত্বপূর্ণ সুবিধাগুলোর প্রবেশদ্বার।” জবাবে কেনডেল জানান, “বর্তমান গ্রাহকদের পিআইপি সুবিধা অব্যাহত থাকবে, এমনকি রি-অ্যাসেসমেন্ট হলেও তাতে কোনও প্রভাব পড়বে না। সব পাসপোর্টেড সুবিধাই এই সুরক্ষার আওতায় থাকবে।”
এছাড়া তিনি নিশ্চিত করেন, পিআইপির মানদণ্ডে যে ৪-পয়েন্ট নিয়ম পরিবর্তনের কথা বলা হচ্ছে, সেটি ব্লু ব্যাজ পাওয়ার যোগ্যতার ক্ষেত্রে মোবিলিটি উপাদানে কোনও প্রভাব ফেলবে না। স্কটল্যান্ডে অ্যাডাল্ট ডিসএবিলিটি পেমেন্ট গ্রহণকারীরাও এই পরিবর্তনের বাইরে থাকবেন।
পিআইপির মোবিলিটি উপাদান দুটি মানদণ্ডে মূল্যায়িত হয়: ‘পরিকল্পনা ও অনুসরণযোগ্য ভ্রমণ’ এবং ‘চলাফেরা’। চলাফেরা ক্যাটাগরিতে অন্তত আট পয়েন্ট পেলে ব্লু ব্যাজের জন্য যোগ্যতা পাওয়া যায়।
বর্তমানে, চলাফেরা মানদণ্ডে আট থেকে ১১ পয়েন্ট পাওয়া ব্যক্তি স্ট্যান্ডার্ড রেট (£২৯.২০/সপ্তাহ) এবং ১২ বা তদূর্ধ্ব পয়েন্ট প্রাপ্তরা এনহান্সড রেট (£৭৭.০৫/সপ্তাহ) পান। ডেইলি লিভিং উপাদানে নিম্ন রেট £৭৩.৯০ এবং উচ্চ রেট £১১০.৪০ নির্ধারিত আছে।
পিআইপির মূল্যায়ন প্রক্রিয়া পুনর্বিবেচনার জন্য স্যার স্টিফেন টিমসের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ পর্যালোচনা চলছে, যা প্রতিবন্ধী সংগঠন ও দাতব্য সংস্থার সঙ্গে পরামর্শক্রমে সম্পন্ন হবে ২০২৬ সালের শরতের মধ্যে। এর আগে কোনও পরিবর্তন কার্যকর হবে না বলে ডিডব্লিউপি নিশ্চিত করেছে।
সূত্রঃ এক্সপ্রেস
এম.কে
০৫ জুলাই ২০২৫