30 C
London
July 10, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে পুলিশকে কামড়ে দিলেও জেল হলো না আশ্রয়প্রার্থীর

ট্রিনিদাদ ও টোবাগো থেকে পালিয়ে আসা এক আশ্রয়প্রার্থী কেনসন নোয়েল দ্বিতীয়বার মাদকসহ ধরা পড়লেও কারাদণ্ড এড়িয়ে গেছেন। ডরসেটের পুল ম্যাজিস্ট্রেট আদালত তাকে শর্তসাপেক্ষে অব্যাহতি দিয়েছে।

গত বছর মে মাসে নোয়েলকে পোর্টল্যান্ডে আশ্রয়প্রার্থী রাখার জন্য ব্যবহৃত বিবি স্টকহোম জাহাজে তোলা হয়। সেখানে পৌঁছানোর পর তার কাছে ৬.৫ গ্রাম গাঁজা, ওজন মাপার যন্ত্র, প্লাস্টিকের ব্যাগ ও ৮০০ পাউন্ড নগদ পাওয়া যায়। তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি এক পুলিশ কর্মকর্তার কনুই কামড়ে দেন।
পরে গাঁজা রাখার অপরাধে দোষী সাব্যস্ত হলেও সাজা ঘোষণার শুনানিতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। আদালত তাকে কমিউনিটি সেবার আদেশ দিলেও তিনি তা পালন করেননি।
বর্তমানে বোর্নমাউথের একটি অভিবাসী হোটেলে থাকা নোয়েল গত ৫ জুন আবারও গাঁজাসহ পুলিশের হাতে ধরা পড়েন। পুলিশ অন্য একটি ঘটনায় সেখানে গেলে নোয়েলকে জিজ্ঞাসাবাদ করে এবং তার কাছে আবারও গাঁজা পায়।
রাষ্ট্রপক্ষ জানায়, তার কাছে পাওয়া গাঁজার পরিমাণ ব্যক্তিগত ব্যবহারের মতোই ছিল। আসামিপক্ষ জানায়, নোয়েল সপ্তাহে মাত্র ৮ পাউন্ড ভাতা পান এবং তার পক্ষে কোনো জরিমানা দেওয়া সম্ভব নয়।
বিচারক মত দেন, জরিমানা আরোপের চেয়ে তা আদায়ে ব্যয় বেশি হবে। ফলে তাকে আর্থিক জরিমানা না দিয়ে শর্তসাপেক্ষে অব্যাহতি দেওয়া হয়।
২০২৩ সালের জুলাইয়ে পোর্টল্যান্ড বন্দরে আসা বিবি স্টকহোম জাহাজে ৫০০ জন পর্যন্ত আশ্রয়প্রার্থী রাখা হতো। লেবার সরকার ক্ষমতায় আসার পর জানুয়ারিতে এটি যুক্তরাজ্য ত্যাগ করে।
সূত্রঃ এক্সপ্রেস
এম.কে
১০ জুলাই ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে বাড়ি নিয়ে বাড়িওয়ালাদের দুর্বৃত্তায়ন

যুক্তরাজ্যে প্রতি মাসের মর্গেজ বাড়তে পারে ৫০০ পাউন্ড বা তারো বেশি

যুক্তরাজ্য এয়ারলাইন্স কোম্পানির অব্যবস্থাপনায় গ্রাহকেরা বিব্রত