7.2 C
London
November 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে প্রথমবারের মতো তীব্র গরমের সতর্কতা জারি

তীব্র গরমের সতর্কতা জারি করেছে যুক্তরাজ্যের আবহাওয়া আধিদফতর। বলা হয়েছে, ইউকের বেশিরভাগ অঞ্চলে এ সপ্তাহ জুড়ে তীব্র গরম আবহাওয়া বিরাজ করবে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে।

 

যুক্তরাজ্যের মেট অফিসের ওয়েবসাইটে এ সতর্কতার কথা জানানো হয়। ওয়েলসের বেশিরভাগ অঞ্চল, দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের সম্পূর্ণ এলাকা, দক্ষিণ ও মধ্য ইংল্যান্ডের কিছু এলাকাকে চিহ্নিত করে ‘অ্যাম্বার ওয়ার্নিং’ জারি করা হয়, যা আগামী বৃহস্পতিবার (২২ জুলাই) পর্যন্ত চলবে।

 

মেট অফিসের প্রধান আবহাওয়াবিদ স্টিভেন রামসডেল জানান, এই তীব্র গরমের ঝুঁকিতে অনেক অঞ্চল রয়েছে, তবে পশ্চিমাঞ্চলে এই গরম অস্বাভাবিক তীব্র হয়ে দেখা দিতে পারে।

 

গত জুনে তীব্র গরমের পূর্বাভাস দিতে নতুন সার্ভিস চালু করে মেট অফিস এবং এই সার্ভিসের অধীনে এটিই প্রথম সতর্কতা।

 

১৯ জুলাই ২০২১
সূত্র: দ্য গার্ডিয়ান

আরো পড়ুন

ইউকেতে আঘাত হেনেছে স্টর্ম সিয়ারান, যোগাযোগ ব্যবস্থা লণ্ডভণ্ড

ঘনিয়ে আসছে জলবায়ু বিপর্যয়

যুক্তরাজ্যে নতুন করে অপরাধী না ধরার পরামর্শ দেয়া হয়েছে পুলিশ প্রশাসনকে