তীব্র গরমের সতর্কতা জারি করেছে যুক্তরাজ্যের আবহাওয়া আধিদফতর। বলা হয়েছে, ইউকের বেশিরভাগ অঞ্চলে এ সপ্তাহ জুড়ে তীব্র গরম আবহাওয়া বিরাজ করবে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে।
যুক্তরাজ্যের মেট অফিসের ওয়েবসাইটে এ সতর্কতার কথা জানানো হয়। ওয়েলসের বেশিরভাগ অঞ্চল, দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের সম্পূর্ণ এলাকা, দক্ষিণ ও মধ্য ইংল্যান্ডের কিছু এলাকাকে চিহ্নিত করে ‘অ্যাম্বার ওয়ার্নিং’ জারি করা হয়, যা আগামী বৃহস্পতিবার (২২ জুলাই) পর্যন্ত চলবে।
মেট অফিসের প্রধান আবহাওয়াবিদ স্টিভেন রামসডেল জানান, এই তীব্র গরমের ঝুঁকিতে অনেক অঞ্চল রয়েছে, তবে পশ্চিমাঞ্চলে এই গরম অস্বাভাবিক তীব্র হয়ে দেখা দিতে পারে।
গত জুনে তীব্র গরমের পূর্বাভাস দিতে নতুন সার্ভিস চালু করে মেট অফিস এবং এই সার্ভিসের অধীনে এটিই প্রথম সতর্কতা।
১৯ জুলাই ২০২১
সূত্র: দ্য গার্ডিয়ান