11 C
London
October 29, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ফ্লাইট টিকেট বুকিং চালু করেছে উবার

যুক্তরাজ্যে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বুকিং পরিষেবা চালু করেছে উবার টেকনোলজিস।
রাইড শেয়ারিং প্রতিষ্ঠানটির যুক্তরাজ্য অংশের জেনারেল ম্যানেজার (জিএম) অ্যান্ড্রু ব্রেম ব্রিটিশ সংবাদমাধ্যমকে বলেন, ‘পদক্ষেপটি রাইড-বুকিং ব্যবসা সম্প্রসারণের জন্য উবারের সর্বশেষ ও উচ্চাভিলাষী পদক্ষেপ।’
উবার ট্রাভেল বুকিং কোম্পানি হোপারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ফ্লাইট টিকিট বিক্রি করছে। এক্ষেত্রে প্রতিটি বিক্রয় থেকে একটি ছোট কমিশন পাবে প্রতিষ্ঠানটি।

আরো পড়ুন

যুক্তরাজ্যে অপরাধের শীর্ষে ক্লিভল্যান্ড!

যুক্তরাজ্যে ওজন কমানোর ইনজেকশন এনএইচএস-এ সহজলভ্য করতে চায় লেবার সরকার

আশ্রয়প্রার্থীদের দ্বীপে পাঠানোর বিল আগামী সপ্তাহে পার্লামেন্টে তুলবেন প্রীতি প্যাটেল