10.5 C
London
October 11, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে বন্ধ হওয়ার ঝুঁকিতে ৩ লাখ ৭০ হাজার প্রতিষ্ঠান

যুক্তরাজ্যে বন্ধ হওয়ার কিংবা কর্মী ছাঁটাইয়ের ঝুঁকিতে রয়েছে ৩ লাখ ৭০ হাজারের মতো ক্ষুদ্র প্রতিষ্ঠান। আগামী সপ্তাহ শেষে সরকারের জ্বালানি সহায়তা প্রত্যাহার করা হলে এমন ঝুঁকিতে পড়তে পারে প্রতিষ্ঠানগুলো। এমনই আশঙ্কা করছে ফেডারেশন অব স্মল বিজনেসেস নামে একটি লবি প্রতিষ্ঠান।
সম্প্রতি যুক্তরাজ্যের অর্থমন্ত্রী জেরেমি হান্ট জানান, সাধারণ ভোক্তাদের জন্য জ্বালানি সহায়তা বহাল থাকলেও ১ এপ্রিল থেকে ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য তা বন্ধ হয়ে যাচ্ছে।
শীর্ষ লবি প্রতিষ্ঠানটির পলিসি চেয়ার টিনা ম্যাকেঞ্জি বলছেন, সরকারের এমন সিদ্ধান্তের প্রভাব ভোক্তাদের ওপরই পড়বে। কারণ ব্যবসাপ্রতিষ্ঠানগুলো জ্বালানি ব্যয় মেটাতে দাম বাড়াতে বাধ্য হবে। এতে মূল্যস্ফীতি আরো বাড়বে।
এদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, জ্বালানি সহায়তা সত্ত্বেও রেকর্ড জ্বালানি বিলের ভারে বিপর্যস্ত হয়ে পড়েছে বেশকিছু বৃটিশ কোম্পানি।

আরো পড়ুন

গত নভেম্বরে যুক্তরাজ্যে ধর্মঘটের কারণে নষ্ট হয়েছে সাড়ে চার লাখ কর্মদিবস

গ্লাসগো পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কনজারভেটিভ পার্টিতে ইসলামোফোবিয়া সমর্থনের অভিযোগ