TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে বাড়ছে ছুরিকাঘাত, আরো একজন তরুণ ব্রাইটনে নিহত

ব্রাইটনে একজন ১৭ বছর বয়সী ছেলেকে হত্যার অভিযোগে ১৬ বছর বয়সী কিশোরকে গ্রেফতার করেছে সাসেক্স পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৫ টার দিকে পূর্ব সাসেক্স সিটির কুইন্স রোডে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ আসার পর আহত অবস্থায় থাকা মোস্তফা মোহাম্মদকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু ঘটেছে বলে প্রাথমিক অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করে।

সাসেক্স পুলিশ জানিয়েছে, ১৬ বছর বয়সী কিশোরকে গ্রেফতার করে পুলিশ কাস্টাডিতে নেয়া হয়েছে। তাকে হত্যার সন্দেহে গ্রেফতার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকা ব্যক্তিদের সাক্ষী দেয়ার জন্য এগিয়ে আসার আবেদন করেছে বলেও খবরে জানা যায়।

এম.কে
০৭ অক্টোবর ২০২৩

আরো পড়ুন

ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করছে যুক্তরাষ্ট্র, বরিস জনসনের স্বস্তি

নিউজিল্যান্ডের নতুন প্রজন্ম হবে সম্পূর্ণ ধূমপানমুক্ত

প্যানডেমিক যুগের সবচেয়ে কঠোর লকডাউন যুক্তরাজ্যে!

অনলাইন ডেস্ক