TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে বাড়ছে ছুরিকাঘাত, আরো একজন তরুণ ব্রাইটনে নিহত

ব্রাইটনে একজন ১৭ বছর বয়সী ছেলেকে হত্যার অভিযোগে ১৬ বছর বয়সী কিশোরকে গ্রেফতার করেছে সাসেক্স পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৫ টার দিকে পূর্ব সাসেক্স সিটির কুইন্স রোডে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ আসার পর আহত অবস্থায় থাকা মোস্তফা মোহাম্মদকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু ঘটেছে বলে প্রাথমিক অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করে।

সাসেক্স পুলিশ জানিয়েছে, ১৬ বছর বয়সী কিশোরকে গ্রেফতার করে পুলিশ কাস্টাডিতে নেয়া হয়েছে। তাকে হত্যার সন্দেহে গ্রেফতার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকা ব্যক্তিদের সাক্ষী দেয়ার জন্য এগিয়ে আসার আবেদন করেছে বলেও খবরে জানা যায়।

এম.কে
০৭ অক্টোবর ২০২৩

আরো পড়ুন

আদালতে বিবাহবিচ্ছেদ মামলার শুনানি চলাকালে স্ত্রীকে গলা কেটে হত্যা!

অনলাইন ডেস্ক

টাওয়ার হ্যামলেটস শিক্ষার্থীদের অর্থ প্রদান করা হবে

কন্সেন্ট টু লেটের প্রয়োজনীতা

অনলাইন ডেস্ক