যুক্তরাজ্য মার্চ মাসে ভারী তুষারপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। ব্রিটিশরা তুষারপাতের সাথে সাথে -10C তাপমাত্রাও দেখতে পারে। সাডেন স্ট্র্যাটোস্ফিয়ারিক ওয়ার্মিং (SSW) এর প্রভাবে তুষারপাত এমন কি তুষারঝড়ের ঘটনাও ঘটতে পারে।
যুক্তরাজ্য আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০১৮ সালে একটি SSW ইভেন্টের ঘটনা ঘটে যা আয়ারল্যান্ডকে গভীর তুষারে ঢেকে রেখেছিল। পাঁচ বছর আগে গভীর তুষারপাতে দেশটি স্থবির হয়ে গিয়েছিল।
এই বছর মার্চের ৫ তারিখ হতে যুক্তরাজ্যে ভারী তুষারপাত শুরু হতে পারে যা মার্চের ১০ তারিখ পর্যন্ত স্থায়ী হবার সম্ভাবনা রয়েছে বলে জানায় ইংল্যান্ডের আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া পূর্বাভাসে বলা হয় মধ্য ও উত্তর স্কটল্যান্ডে ৩০ সেন্টিমিটারের বেশি তুষারপাত হতে পারে। আবহাওয়ার চার্টে আরও বলা হয়েছে যে ৮ মার্চ এবং ৯ মার্চ তুষারপাতের ৩৫% সম্ভাবনা রয়েছে।
এই মাসের শুরুতে যুক্তরাজ্যের আবহাওয়া অফিস একটি ব্লগ পোস্ট প্রকাশ করে যাতে এই সতর্কতা জারি করে।
এম.কে
২৪ ফেব্রুয়ারি ২০২৩