4 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ভিসাধারীদের জন্য ২০২৫ সালের মধ্যে ই-ভিসা সিস্টেম চালু করতে যাচ্ছে

কাগুজে ভিসার সিস্টেম হতে বের হওয়ার যুগে পা দিতে যাচ্ছে যুক্তরাজ্য। ধীরে ধীরে ই-ভিসা সিস্টেমে প্রবেশ করবে যুক্তরাজ্য। যুক্তরাজ্যে বসবাসরত প্রায় সমস্ত ভিসাধারীরা ২০২৫ সালের মধ্যে ই-ভিসা সিস্টেম সুবিধা পাবেন বলে খবরে জানা যায়।

যুক্তরাজ্যে বসবাসরত ভিসাধারীরা হোম অফিস হতে ইতোমধ্যে কাগুজে ভিসা সিস্টেম হতে ই-ভিসা সিস্টেমে যাওয়ার জন্য আমন্ত্রণ পাওয়া শুরু করেছেন।

বুধবার হোম অফিস জানিয়েছে, যুক্তরাজ্য সরকার ২০২৫ সালের মধ্যে একটি সম্পূর্ণ ডিজিটাল অভিবাসন এবং সীমান্ত ব্যবস্থার দিকে দৃঢ় পদক্ষেপে এগুচ্ছে। বুধবার ১৭ এপ্রিল হতে যুক্তরাজ্যের ভিসাধারীরা হোম অফিস থেকে ইমেল পাওয়া শুরু করবেন। প্রত্যেক ভিসাধারীর যুক্তরাজ্যের ভিসা এবং ইমিগ্রেশন (ইউকেভিআই) অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমন্ত্রণ জানিয়ে তাদের ইমেল পাঠাবে হোম অফিস। যাতে প্রত্যেক ভিসাধারীরা বিনামূল্যে তাদের অ্যাকাউন্ট খুলতে পারবেন।

বর্তমানে কাগুজে ভিসা সিস্টেম বায়োমেট্রিক রেসিডেন্স পারমিটস (বিআরপিএস) নামে পরিচিত। এই বিআরপিএস সিস্টেম হতে সকল তথ্য ই-ভিসা সিস্টেমে পর্যায়ক্রমে যাবে বলে জানায় হোম অফিস। ২০২৫ সালের ভিতরে এই কার্যক্রম সম্পন্ন হবে বলে তথ্যমতে জানা যায়।

যুক্তরাজ্য সরকার আশা করে ই-ভিসা সিস্টেম প্রবর্তনের ফলে জালিয়াতি ও অপব্যবহারের ঝুঁকি হ্রাস পাবে এবং সীমান্ত সুরক্ষা জোরদার করবে। তাছাড়া এই ব্যবস্থা ভিসাধারীদের ভ্রমণ প্রক্রিয়াটিও সহজ করবে।

সূত্রঃ দ্য স্ট্যান্ডার্ড

এম.কে
১৮ এপ্রিল ২০২৪

আরো পড়ুন

ব্রিটিশ সিটিজেনদের বিদেশি স্বামী-স্ত্রী আনার ক্ষেত্রে নমনীয় হতে যাচ্ছে সরকার

লয়েডস ব্যাংকিং গ্রুপ বন্ধ করতে যাচ্ছে তাদের হাই স্ট্রিট ব্রাঞ্চ

ফ্রান্সের নাগরিকত্ব চান বোরিস জনসনের বাবা