6.6 C
London
December 28, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ বাড়ছে, লুটনে সচেতনতা সভা

লুটন কাউন্সিল ২০২৫ সালের ইসলামফোবিয়া সচেতনতা মাসের সমাপ্তি উদযাপন করেছে আধুনিক ব্রিটেনে ইসলামফোবিয়ার চ্যালেঞ্জ” শীর্ষক বিশেষ ইভেন্টের মাধ্যমে, যা অনুষ্ঠিত হয় বেডফোর্ডশায়ারের বিশ্ববিদ্যালয়ের লুটন ক্যাম্পাসে।

ইভেন্টটি পরিচালনা করেছেন পরিবহন দপ্তরের সমতা নীতি প্রধান ও EDI প্রশিক্ষক সুলতান মাহমুদ, এবং এতে বিভিন্ন পেশা ও পটভূমির বক্তারা মুসলিম সম্প্রদায়ের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জ নিয়ে পেশাগত অন্তর্দৃষ্টি ও ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন। অংশগ্রহণকারীরা ইসলামফোবিয়ার মূল কারণগুলো এবং ঘৃণার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার উপায় নিয়ে আলোচনা করেছেন।

লুটনের #LutonNoPlaceforHate ব্যানারের অধীনে এবং কাউন্সিলের সোশাল জাস্টিস ইউনিটের আয়োজনে এই ইভেন্ট লুটনের সকল ধরনের ঘৃণা ও বৈষম্য মোকাবিলার প্রতিশ্রুতির অংশ। বক্তারা জানান, যুক্তরাজ্যে মুসলিমদের বিরুদ্ধে হিংসা ও বিদ্বেষের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে, এবং সাম্প্রতিক ফার-রাইট দাঙ্গা ও মসজিদে অগ্নিসংযোগ পরিস্থিতির গুরুতরতা তুলে ধরেছে। হোম অফিসের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের মার্চ পর্যন্ত শেষ হওয়া বছরে ৪৪% ধর্মভিত্তিক হেট ক্রাইমের লক্ষ্যবস্তু ছিলেন মুসলিমরা, যা আগের বছরের তুলনায় ১৯% বৃদ্ধি।

বক্তারা বলেছেন, ইসলামফোবিয়ার বিরুদ্ধে লড়াই করতে হলে আমাদের সকলকে ক্ষতিকর স্টেরিওটাইপ, ভুল তথ্য এবং অতিরঞ্জিত উপস্থাপনার বিরুদ্ধে কাজ করতে হবে। লুটনের বৈচিত্র্যময় মুসলিম সম্প্রদায়ের অবদান উদযাপন করে ইভেন্টের মাধ্যমে ভয়কে পরিচিতি এবং সন্দেহকে সহানুভূতিতে রূপান্তরিত করার লক্ষ্য রাখা হয়েছে।

লুটন কাউন্সিলের ডেপুটি লিডার জাভেদ হুসেইন বলেন, “আমরা আমাদের সম্প্রদায় ও অংশীদারদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছি। নেতিবাচক ধারণা ও ক্ষতিকর স্টেরিওটাইপ চ্যালেঞ্জ করাই আমাদের দায়িত্ব, যা লুটনকে সকলের জন্য নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক স্থান বানাতে সহায়ক।”

প্যানেলিস্ট রোজমেরি ক্লার্ক তার সামাজিক যত্ন খাতে মুসলিম কনভার্ট হিসেবে অভিজ্ঞতা শেয়ার করেন এবং বলেন, ইসলামফোবিয়ার কারণে কর্মক্ষেত্রে যে ‘অন্য’ হিসেবে আচরণ দেখা যায়, তা দেখিয়েছে কতটা জরুরি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা।

ইভেন্টের ফ্যাসিলিটেটর সুলতান মাহমুদ যোগ করেন, “ইসলামফোবিয়া শূন্যস্থান থেকে তৈরি হয় না। ক্ষতিকর স্টেরিওটাইপ, ভুল তথ্য এবং মিডিয়া ও অনলাইন প্ল্যাটফর্মে অতিরঞ্জিত উপস্থাপনাই বিদ্বেষকে উসকে দেয়। মুসলিম সম্প্রদায় একা এই লড়াই করতে পারবে না; আমাদের সকল সম্প্রদায়ের সহায়তা প্রয়োজন।”

সূত্রঃ লুটন টুডে

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ‘রিটার্ন হাব’ পরিকল্পনা নিয়ে বিতর্ক

যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় দমননীতি উচ্চশিক্ষায় অর্থসংকট আরও বাড়াবে

ভোটারদের সমর্থন ফিরে পেতে কর কমাবেন ঋষি সুনাক