TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে সেনা ঘাঁটিতে আশ্রয়প্রার্থী স্থানান্তরঃ স্থানীয়দের নিরাপত্তা ও পরিষেবা চাপে

যুক্তরাজ্য সরকারের সিদ্ধান্তে স্কটল্যান্ডের ইনভারনেসের ক্যামেরন ব্যারাকস ও ইংল্যান্ডের ক্রোবরো আর্মি ট্রেনিং ক্যাম্পে মোট ৯০০ পুরুষ আশ্রয়প্রার্থী রাখা হবে। সরকারের উদ্দেশ্য হলো হোটেলে আশ্রয়প্রার্থীদের ওপর নির্ভরতা কমানো।

ইনভারনেসের মিলবার্ন একাডেমি, রাইগমোর হাসপাতাল ও স্থানীয় হাউজিং সমূহ ইতিমধ্যে চাপের সম্মুখীন। ক্রোবরোর জনসংখ্যা ২২,০০০-এরও কম এবং স্থানীয়রা তাদের চেয়ে আশ্রয়প্রার্থীদের সংখ্যা তাদের এলাকায় বেশি বলে মনে করছেন।

স্থানীয়রা নিরাপত্তা ও পরিচয় নিয়ে উদ্বিগ্ন। কেউ কেউ আশঙ্কা করছেন, হঠাৎ এত পুরুষ শহরে আসলে অপরাধের ঝুঁকি বাড়তে পারে। তবে কিছু লোক মনে করছেন, এটি অস্থায়ী ব্যবস্থা এবং ব্যারাকস হোটেলের চেয়ে কার্যকর।

কাউন্সিল ও রাজনীতিকরা হোম অফিসের সঙ্গে বারবার যোগাযোগ করেছেন, কিন্তু এখনও বিস্তারিত নিশ্চিত হয়নি। হোম অফিস জানিয়েছে, আশ্রয়প্রার্থীরা স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থা সহ থাকবে।

সংসদের হোম অ্যাফেয়ার্স কমিটি হোম অফিসকে ‘অযোগ্য’ উল্লেখ করেছে। তারা বলেছেন, স্থান নির্ধারণে স্থানীয় প্রভাব বিবেচনা না করার ফলে সম্প্রদায়ের ঐক্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সূত্রঃ ডেইলি মেইল

এম.কে

আরো পড়ুন

ব্রিটেনের ‘সেরা শহর’ এখন বিশৃঙ্খলার শহরঃ ইয়র্কে পর্যটকদের বেপরোয়া আচরণে আতঙ্ক

রোমানিয়া: নতুন বছরের প্রথম ১১ দিনেই ‘ডিপোর্ট’ ১০০ অভিবাসী

যুক্তরাজ্যের মন্ত্রী রিভসের স্বীকারোক্তিঃ ব্রেক্সিটের ক্ষতি সমালোচকদের আশঙ্কার চেয়েও গভীর