13.3 C
London
May 5, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ঘনিষ্ঠ দুই বন্ধু এখন চরম শত্রু

এককালে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তারা। এখন মুখ দেখাদেখি প্রায় বন্ধ। বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক বনাম সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের কলহে ব্রিটিশ শাসকদল কনজারভেটিভ পার্টি কার্যত বিভক্ত।

এবার জনসভায় প্রকাশ্যে দুই তাবড় নেতার দ্বৈরথ। সবার সামনেই বরিস জনসনকে আক্রমণ করলেন ঋষি সুনাক। পালটা, সুনাককে এক হাত নিয়েছেন বরিসও। সোমবার লন্ডনের এক সভায় সুনাক দাবি করেন, হাউস অফ লর্ডস-এর সদস্যপদের জন্য আটজন ঘনিষ্ঠের নাম প্রস্তাব করেছিলেন বরিস। কিন্তু এই দায়িত্বে থাকা ‘হাউস অফ লর্ডস অ্যাপয়েন্টমেন্টস কমিশন’ তাদের নাম খারিজ করে দেয়।

 

 

 

 

এই ঘটনার পরেই বরিস সংশ্লিষ্ট কমিশনের সিদ্ধান্তকে পাশ কাটিয়ে তার ঘনিষ্ঠ চারজন টোরি এমপিকে ওই পদ পাইয়ে দেয়ার কথা বলেন সুনাককে। তবে সেই কথায় কান দেননি সুনাক। তিনি জানান, বরিসের পরে ক্ষমতায় এসে দেশের মানুষের কাছে দলের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে তিনি বদ্ধপরিকর ছিলেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই পালটা তোপ দাগেন বরিস। সুনাকের দাবি নস্যাৎ করে তিনি বলেছেন, ‘ঋষি ভুলভাল কথা বলছেন। আমি কখনও কমিশনের সিদ্ধান্তকে উড়িয়ে দিইনি। বিষয়টি নিয়ে ফের ভেবে দেখার প্রস্তাব দিয়েছিলাম মাত্র।’

 

 

 

 

সদ্য এমপি পদ থেকেও ইস্তফা দিয়েছেন বরিস জনসন। ‘পার্টিগেট কেলেঙ্কারি’র জেরেই এ সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী। তিনি দাবি করেন, বহু দলীয় প্রিভিলেজেস কমিটির রিপোর্টের জেরেই তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। ওই তদন্তে তাকে অন্যায়ভাবে এমপি পদ থেকে বের করে দেয়ার চেষ্টা করা হয়েছে।

বরিস বলেন, ‘আমি খুব অবাক হলাম এটা দেখে যে প্রিভিলেজেস কমিটি আমাকে পার্লামেন্ট থেকে বের করে দিতে চায়। তাই আমি পদত্যাগ করছি। আক্সব্রিজ ও সাউথ রুইসলিপ আসনের সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর কথা আমি জানিয়ে দিয়েছি।’

এম.কে
১৫ জুন ২০২৩

 

আরো পড়ুন

যুক্তরাজ্যে সেপ্টেম্বরের পর থেকে করোনায় সবচেয়ে কম মৃত্যু

নিউজ ডেস্ক

এটিএম শামসুজ্জামান আর নেই

২০৩০ সালের মধ্যে স্মার্টফোন শেষ হয়ে যাবে