16.5 C
London
May 12, 2025
TV3 BANGLA
ইউরোপযুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ১ হাজার ৮৭০ কর্মী ছাঁটাই করছে জাস্ট ইট

বিক্রিতে মন্দার জেরে যুক্তরাজ্যে ১ হাজার ৮৭০ কর্মীকে ছাঁটাই করছে জাস্ট ইট। বৃটিশ গণমাধ্যমের  খবরে জানা যায়, কোম্পানিটি নিজস্ব কুরিয়ার সেবায় কর্মী নিয়োগ বন্ধ করবে। এর পরিবর্তে চুক্তিভিত্তিক কর্মী নেবে। ফলে ১ হাজার ৭০০ জন নিয়মিত কর্মী চাকরি হারাবেন। পরিচালনার দায়িত্বে থাকা ১৭০ জনকেও বাদ দেয়া হবে।
এরই মধ্যে চালক ও রাইডারদের ছয় সপ্তাহের নোটিস দেয়া হয়েছে। মূলত কোভিড বিধিনিষেধ বাতিল হওয়ায় ভোক্তারা পাব ও রেস্টুরেন্টে ফিরতে শুরু করেছে। গত বছর লন্ডনভিত্তিক টেকওয়ে ডেলিভারি ফার্মটির গ্রাহকসংখ্যা ৯ শতাংশ কমেছে।
ইউরোপের বৃহত্তম টেকওয়ে ডেলিভারি কোম্পানি জাস্ট ইট। যুক্তরাজ্য ছাড়াও আয়ারল্যান্ড, স্লোভাকিয়া এমনকি ফ্রান্সের কিছু অংশে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ দিয়ে থাকে জাস্ট ইট।

আরো পড়ুন

সু চি’কে অবশ্যই মুক্তি দিতে হবে: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

সরকারের ব্যাংকিত খাতে জালিয়াতি দমনের পরিকল্পনা নিয়ে নতুন ঝুঁকি

ব্রিটেনে একদিনে কোভিড সনাক্ত ২৪ হাজার, মৃত্যু ৬৫