7.6 C
London
December 26, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্য থেকে ফ্রান্সে অভিবাসী পাচার, ব্রিটিশ আদালতে পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ

লরিতে করে যুক্তরাজ্য থেকে ফ্রান্সে অভিবাসী পাচারের অভিযোগে পাঁচ জনকে আদালতে হাজির করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)৷

অভিযুক্তদের সবাই পুরুষ৷ তাদের বয়স ৪৪ থেকে ৫৪ বছর৷ ২০ নভেম্বর সকালে তাদের গ্রেপ্তার করা হয়৷ পরদিন অর্থাৎ ২১ নভেম্বর ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাদের৷ অভিবাসীদের অনিয়মিত পথে যুক্তরাজ্য থেকে ইউরোপীয় ইউনিয়নের দেশ ফ্রান্সে পৌঁছাতে সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে৷

এনসিএ জানিয়েছে, গত বছর বেশ কয়েক দফায় লরিতে করে যুক্তরাজ্য থেকে ফ্রান্স যাওয়ার পথে উদ্ধার করা হয়েছে দুইশরও বেশি উত্তর আফ্রিকান অভিবাসীকে৷ এসব ঘটনার সঙ্গে যোগসাজশ থাকায় অভিযুক্ত পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷

সংস্থাটি আরো জানিয়েছে, এই পাঁচ জনের মধ্যে একজনকে লন্ডনের দক্ষিণ-পূর্বদিকে ক্যাম্বারওয়েল থেকে গ্রেপ্তার করা হয়েছে৷ তার বয়স ৫২ বছর৷ ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি মানবপাচারকারী চক্রের ‘শীর্ষ স্থানীয়’ বা মূল হোতাদের একজন৷

লন্ডনের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে বাকি চার জনকে৷ তাদের বিরুদ্ধে লরিতে রাখা গাড়ি এবং ভ্যানে করে অভিবাসী পাচারের অভিযোগ আনা হয়েছে৷

অভিযুক্তরা আলজেরিয়া এবং মিশরীয় নাগরিক বলে ধারণা করা হচ্ছে৷ এনসিএ জানিয়েছে, তদন্তের অংশ হিসাবে এখন পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷

এনসিএ-এর শাখা কমান্ডার ক্রিস হিল বলেন, ‘‘উত্তর আফ্রিকান অভিবাসীদের যুক্তরাজ্য থেকে ফ্রান্সে পাচারের সঙ্গে যুক্ত একটি অপরাধী চক্রকে ধরতে আমাদের তদন্ত চলমান রয়েছে৷ এসব গ্রেপ্তার তদন্তের অগ্রগতির ক্ষেত্রে একটি মাইলফলক৷’’

তিনি আরো বলেন, ‘‘মানবপাচারকারীরা অভিবাসীদের নিরাপত্তা নিয়েও চিন্তিত নয় বা তাদের সঙ্গে মানবিক আচরণও করে না৷ অভিবাসীদের তারা নৌকা বা লরিতে করে পরিবহণের ব্যবস্থা করে৷ তারা শুধু অর্থের দিকেই তাকিয়ে থাকে৷’’

ক্রিস হিল বলেন, ‘‘এই চক্রটি শুধু যুক্তরাজ্য থেকে অন্য দেশে অভিবাসী পাচারই করে না, বরং অন্য দেশ থেকেও অভিবাসীদের যুক্তরাজ্যেও নিয়ে আসে৷ ফলে চলমান অভিযানের মাধ্যমে আমরা তাদের ফুটপ্রিন্ট অনুসরণ করে চক্রের অন্য সদস্যদেরও আইনের আওতায় আনতে পারব৷’’

বৃহস্পতিবার যুক্তরাজ্যের নটিংহাম ক্রাউন কোর্টে আনা হয় মানবপাচারে জড়িত আরেক সন্দেহভাজনকে৷

এনসিএ জানিয়েছে, ফ্রান্স ও বেলজিয়াম থেকে অভিবাসী পাচার এবং যুক্তরাজ্যে অনিয়মিত অভিবাসনে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে৷

৪৬ বছর বয়সি এই সন্দেহভাজনকে স্পেন থেকে যুক্তরাজ্যে ফেরত পাঠানো হয়েছে৷ ২০ নভেম্বর লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷

এনসিএ জানিয়েছে, বিচার কাজ শুরু হওয়ার আগে আদালত তার জামিন মঞ্জুর করলে গত বছরের মার্চে যুক্তরাজ্য থেকে পালিয়ে যায় ওই ব্যক্তি৷ আগস্টে স্পেনে তাকে আবার গ্রেপ্তার করা হয়৷

সূত্রঃ ইনফোমাইগ্রেন্টস

এম.কে
২৪ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

রুয়ান্ডা বিল এবং বিভিন্ন ইস্যুতে চাপে পড়েছে কনজারভেটিভ সরকার

খুব শিগগিরই ব্যাংকের যেসব শাখা বন্ধ হতে যাচ্ছে

বিলেতে বাড়ি কেনা-বেচাঃ স্কিল্ড ওয়ার্কার ভিসা হোল্ডারদের জন্য প্রপার্টি মর্গেজ