10.3 C
London
February 23, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

যুক্তরাজ্য সিরিয়াকে ৫০ মিলিয়ন পাউন্ড মানবিক সহায়তা দেবে

যুক্তরাজ্য সরকার সিরিয়া এবং প্রতিবেশী লেবানন ও জর্ডানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ নাগরিকদের জন্য ৫০ মিলিয়ন পাউন্ড মানবিক সহায়তা দেবে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এ মানবিক সহায়তা ঘোষণা করেছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এক বিবৃতিতে বলেন, ’আমরা সিরিয়ার জনগণকে সহায়তা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কারণ তারা একটি নতুন পথ তৈরি করেছে।’

মানবিক সহায়তার এ তহবিলের বেশিভাগ অংশ জাতিসঙ্ঘের সংস্থাগুলোতে পাঠানো হবে এবং সিরিয়ার নাগরিকদের প্রয়োজন অনুযায়ী মানবিক সহায়তা সরবরাহে সহায়তা করবে।

পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, সিরিয়ার ভবিষ্যৎ শাসনব্যবস্থা উন্নততর এবং সুরক্ষিত করতে সাহায্য করার জন্য কূটনৈতিকভাবেও কাজ করবে যুক্তরাজ্য সরকার।

তিনি আরো বলেন, সিরিয়ার ভবিষ্যৎ সরকার স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং সিরিয়ার জনগণের প্রাপ্য সম্মান দিতে দেশের সকল গোষ্ঠীকে একত্রিত করবে।

সূত্রঃ এএফপি

এম.কে
১৭ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

এবার যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্টের বাড়ি থেকে গোপন নথি উদ্ধার

ভিসা ছাড়া চীনে যাওয়ার সুযোগ ৬ দেশের নাগরিকদের

বাতিল হতে পারে অষ্ট্রেলিয়া-পাপুয়া নিউগিনি শরণার্থী ও আশ্রয় চুক্তি