TV3 BANGLA
প্রবাসে বাংলাদেশশীর্ষ খবর

যেভাবে ফ্রান্স থেকে বহিষ্কার এড়ালেন এই বাংলাদেশি

ফরাসি আইনে এই ‘প্রথম’ দূষণের কারণে আবেদনের পরে একজন নির্বাসন থেকে রক্ষা পেয়েছে। আদালত বলেছেন, বাংলাদেশের বায়ু দূষণ তার শ্বাসকষ্টজনিত শারীরিক জটিলতার আরো অবনতি ঘটাবে।

 

বিশ্বব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দূষণ ও পরিবেশগত ঝুঁকির কারণে যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তার একটি বাংলাদেশ। বাংলাদেশে প্রতি বছর যতো মানুষের মৃত্যু হয় তার ২৮ শতাংশই মারা যায় পরিবেশ দূষণ জনিত অসুখবিসুখের কারণে।

 

জানা যায়, অ্যাজমা আক্রান্ত এক বাংলাদেশির এই বিপজ্জনক মাত্রার দূষণের কারণে তার সাস্থ্যের অবস্থার মারাত্মক অবনতি এবং অকাল মৃত্যুর ঝুঁকি থাকায় ফ্রান্স থেকে বহিষ্কার এড়িয়ে গেছেন।

 

এটিকে ফ্রান্সের এই ধরনের প্রথম রায় বলে মনে করা হচ্ছে। এই রায় অনুসারে, বোর্দোর আপিল আদালত ৪০ বছর বয়সী এই ব্যক্তির বিরুদ্ধে বহিষ্কারের আদেশ বাতিল করে দিয়েছেন, কারণ তার দেশে বায়ু দূষণের কারণে তার শ্বাসকষ্টজনিত রোগের অবনতির ঝুঁকি রয়েছে।

 

সূত্র: দা গার্ডিয়ান
১৫ জানুয়ারি ২০২১
এসএফ

আরো পড়ুন

উষ্ণায়ন, বিপর্যের দিকে যাচ্ছে পৃথিবী

নিউজ ডেস্ক

এসাইলাম প্রার্থীদের আবাসনের স্থান দিতে চায় না এসেক্সের স্থানীয় বাসিন্দারা

বেপরোয়া গাড়ি চালানোয় মৃত্যু, ব্রিটিশ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন

অনলাইন ডেস্ক