13.8 C
London
September 17, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

যেসব দেশে সম্পত্তি কিনলেই মিলবে নাগরিকত্ব

পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেখানে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ বা সম্পত্তি ক্রয়ের মাধ্যমে নাগরিকত্ব পাওয়া যায়। আসুন জেনে নেওয়া যাক এমন পাঁচটি দেশের নাম এবং তাদের নাগরিকত্ব পাওয়ার শর্তাবলী—

১. তুরস্ক

তুরস্কে ২,৫০,০০০ মার্কিন ডলার মূল্যের সম্পত্তি কিনলেই নাগরিকত্ব পাওয়া যায়।

তবে, তিন বছরের মধ্যে সম্পত্তি বিক্রি করা যাবে না।

২. গ্রীস

গ্রীসে ২,৫০,০০০ ইউরো মূল্যের সম্পত্তি কিনলে নাগরিকত্ব পাওয়া যায়।

এই নাগরিকত্ব পাওয়ার পর আবেদনকারী ইউরোপীয় ইউনিয়নের যেকোনো দেশে বসবাস ও কাজ করার অধিকার পাবেন।

৩. পর্তুগাল

পর্তুগালে ২,৮০,০০০ ইউরো থেকে ৫,০০,০০০ ইউরো মূল্যের সম্পত্তি কিনলে গোল্ডেন ভিসা পাওয়া যায়।

পাঁচ বছর পর নাগরিকত্বের জন্য আবেদন করা যায়।

৪. স্পেন

স্পেনে ৫,০০,০০০ ইউরো মূল্যের সম্পত্তি কিনলে গোল্ডেন ভিসা পাওয়া যায়।

দশ বছর পর নাগরিকত্বের জন্য আবেদন করা যায়।

৫. সেন্ট কিটস অ্যান্ড নেভিস

ক্যারিবীয় অঞ্চলের দেশ সেন্ট কিটস অ্যান্ড নেভিসে ৪,০০,০০০ মার্কিন ডলার মূল্যের অনুমোদিত রিয়েল এস্টেট প্রকল্পে বিনিয়োগ করলে নাগরিকত্ব পাওয়া যায়।

এই দেশগুলোর পাশাপাশি আরও কিছু দেশে বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার সুযোগ রয়েছে। তবে শর্তাবলী ও বিনিয়োগের পরিমাণ একেক দেশে ভিন্ন হতে পারে। তাই বিনিয়োগের আগে সংশ্লিষ্ট দেশের আইন ও নীতিমালা ভালোভাবে জেনে নেওয়া জরুরি।

এম.কে
০৮ মার্চ ২০২৫

আরো পড়ুন

ফিলিস্তিনের বাস্তবতা শুধু মুসলমানদের নয়, মানবজাতির জন্যই উদ্বেগেরঃ ড. ইউনূস

নিউজ ডেস্ক

ট্রাম্পের শুল্কের জবাবে ভারতজুড়ে আমেরিকান পণ্য বর্জনের প্রচারণা

অপমানিত হলেন ভারতের প্রধানমন্ত্রী, পাত্তাই দিলেন না ম্যাক্রোঁ