TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যৌন নিপীড়নের দায়ে রানির আত্মীয় কারেগারে

পৈতৃক বাড়িতে এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের আত্মীয় সাইমন বোয়েস-লিয়নকে ১০ মাসের জেল দেওয়া হয়েছে।

সাইমন বোয়েস-লিয়ন গত বছর ফেব্রুয়ারিতে অ্যাঙ্গাসের গ্ল্যামিস ক্যাসলে এক নারীকে যৌন নির্যাতনের দোষ স্বীকার করেছেন। রানি দ্বিতীয় এলিজাবেথের চাচাতো ভাইয়ের ছেলে, ৩৪ বছর বয়সী এই যুবককে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ডান্ডি শেরিফ কোর্টে সাজা দেওয়া হয়েছে।

জানা গেছে ঘটনাটি অ্যাঙ্গাসের গ্ল্যামিস ক্যাসলের একটি শয়নকক্ষে ঘটেছিল।

গত মাসে বোয়েস-লিয়ন তার দোষ স্বীকার করার পরে তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, বাড়ির একজন অতিথির সাথে এমন আচরণের জন্য তিনি অত্যন্ত লজ্জিত।

তিনি আরো বলেন, ঘটনার রাতে তিনি অত্যধিক মাতাল ছিলেন।

তিনি আদালতের বাইরে এসে বলেন, আমি ভাবিনি যে আমি এরকম জঘণ্য আচরণ করতে পারবো। আমি সর্বোপরি নারী সমাজের কাছে ক্ষমাপ্রার্থী। আমার পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের কাছে আমি যে দুঃখের কারণ হয়েছি তার জন্য ক্ষমা চাইছি।

 

সূত্র: স্কাই নিউজ
২৩ ফেব্রুয়ারি ২০২১
এসএফ

আরো পড়ুন

নিউইয়র্কে বিমান ভেঙ্গে পড়ে মৃত্যু ভারতীয় মহিলার

নিউজ ডেস্ক

লন্ডনে অনুমোদিত নতুন বাড়ির মাত্র ৩% প্রবেশযোগ্যঃ গবেষণায় প্রকাশ

গোল্ডেন ভিসা পাচ্ছেন ইমাম ও মুয়াজ্জিনেরা