3.1 C
London
January 22, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

যৌন নিপীড়নের শিকার পুরুষদের জন্য হটলাইন চালু জাপানে

পুরুষদের প্রভাবশালী ব্যান্ড এজেন্সি জনি অ্যান্ড অ্যাসোসিয়েটেসের যৌন কেলেঙ্কারির চমকপ্রদ তথ্য প্রকাশের পর জাপান সরকার যৌন নির্যাতনের শিকার পুরুষদের জন্য হটলাইন চালু করার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির এক মন্ত্রী গত মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন।

মন্ত্রিপরিষদের কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার দেশটিতে যৌন নিপীড়নের শিকার পুরুষদের জন্য এ হটলাইন চালু হওয়ার কথা। আগামী তিন মাস এটি চালু থাকবে। এর মাধ্যমে নিপীড়নের শিকার কিশোর ও পুরুষেরা ফোন করে বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারবেন।

জাপানের শিশুনীতি প্রণয়নের দায়িত্বে থাকা মন্ত্রী আয়ুকো কাতো বলেন, ‘আমরা আশা করছি, নিপীড়নের শিকার পুরুষেরা এতে নিরাপদ বোধ করবেন এবং তারা কোনো দ্বিধা ছাড়াই বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারবেন।’

যদিও জাপান সরকার বলেছে হটলাইনটি পুরুষ এবং মহিলা উভয়ের জন্য ২৪ ঘণ্টা সেবা দিবে, তবে এটি ব্যবহারে পুরুষদের অনিহা থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এম.কে
২২ সেপ্টেম্বর ২০২৩

আরো পড়ুন

শুক্রাণু, ডিম্বাণু ছাড়াই মানব ভ্রুণ

কানাডায় না বুঝে ভিজিট ভিসায় এসে এখন অসহায় হাজারো বাংলাদেশি

গ্রেফতার হতে যাচ্ছেন ট্র‍্যাম্প