19.5 C
London
August 7, 2025
TV3 BANGLA
মধ্যপ্রাচ্য

রমজানের আগে ভিক্ষুকদের জন্য যে সতর্কবার্তা দিলো দুবাই

পবিত্র রমজান মাসের ঠিক আগ মুহূর্তে ভিক্ষুকদের বিরুদ্ধে অভিযান শুরুর ঘোষণা দিয়েছে দুবাই পুলিশ। পাশাপাশি তাদের জন্য বিশেষ সতর্কবার্তাও জারি করা হয়েছে।

শনিবার ডেইলি জংগ জানায়, ভিক্ষার বিরুদ্ধে এই অভিযান শুরু হবে আগামী ১৩ এপ্রিল থেকে এবং এরপরও যারা ভিক্ষাবৃত্তিতে লিপ্ত থাকবে, তাদের প্রত্যেককে অন্তত ৫ হাজার দিরহাম জরিমানা করা হবে। একইসাথে ৩ মাস পর্যন্ত কারাদণ্ডও হতে পারে তাদের।

ওই প্রতিবেদনে আরো জানানো হয়, যারা ভিক্ষাবৃত্তির সাথে জড়িত এবং একইসাথে এতে অংশ নিতে বিদেশ থেকে লোক নিয়ে আসবে, তাদের ৬ মাসের কারাদণ্ড এবং এক লাখ দিরহাম জরিমানা করা হবে।

দুবাই পুলিশ জানিয়েছে যে তারা সেখানে ভিক্ষাবৃত্তি প্রথা বন্ধ করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে।

দুবাই পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, ভিক্ষুকরা পবিত্র রমজান মাসে মানুষের সহানুভূতি, উদারতা এবং দাতব্যের সুযোগ নেয় এজন্য এই সতর্কতা।

ভিক্ষাবৃত্তি নিষেধাজ্ঞার আওতায় সকল সামাজিক যোগাযোগমাধ্যমও অন্তর্ভুক্ত রয়েছে। কারণ হিসেবে পুলিশ বলেছে, এসব প্ল্যাটফর্মে অভাবীকে সাহায্য করার মিথ্যা দাবি করা হয়।

সূত্রঃ ডেইলি জংগ

এম.কে
০২ ফেব্রুয়ারি ২০২৪

আরো পড়ুন

আকাশচুম্বী কাঁচের দেয়ালের ভেতর ১৭০ কি.মি. দীর্ঘ শহর গড়বে সৌদি

মসজিদে নববীতে আগতদের জন্য মানতেই হবে যে ৪ নতুন নির্দেশনা

‘ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠাকে সম্পূর্ণভাবে সমর্থন করে সৌদি আরব’