0.8 C
London
November 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

রাশিয়ার বিরুদ্ধে বিধিনিষেধ যুক্তরাজ্যের

রাশিয়ার বিরুদ্ধে বেশকিছু বিধিনিষেধ আরোপ করেছে ব্রিটেন। ইউক্রেনের শস্য আত্মসাতের অভিযোগে রুশ কোম্পানিগুলো এ বিধিনিষেধের আওতায় আসছে। এছাড়া যারা বিধিনিষেধ অমান্য করে রুশ জ্বালানি রফতানি করছে, তারাও এর আওতায় আসছে বলে জানা গেছে।

ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে রাশিয়ার বিরুদ্ধে কয়েক দফা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের পথ অনুসরণ করছে ব্রিটেনসহ জি-৭ভুক্ত অন্য দেশগুলো।

 

 

 

 

এক বিবৃতিতে ব্রিটেন জানায়, রাশিয়ার ৮৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিধিনিষেধের আওতায় আনা হচ্ছে। ইউক্রেনের শস্য আত্মসাৎ ও বিক্রিতে তাদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

বিধিনিষেধে রাশিয়ার প্রধান জ্বালানি ও আগ্নেয়াস্ত্র জাহাজীকরণ কোম্পানিগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে রয়েছে রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত পারমাণবিক জ্বালানি কোম্পানি রোসাটম ও রাশিয়ার একটি তামা কোম্পানির স্বত্বাধিকারী আইগর আলতুশকিন।

এর আগে রাশিয়ার হীরা, তামা, অ্যালুমিনিয়াম ও নিকেল আমদানিতে বিধিনিষেধ আরোপ করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

আরো পড়ুন

যুক্তরাজ্যে দৈনিক গড়ে ১০০ জন কোভিডে মারা যাচ্ছেন

যুক্তরাজ্যে ফিলিস্তিনিদের পক্ষে সমাবেশ নিয়ে মেট পুলিশে তোড়জোড়

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে নাকডাকার জন্য পেতে পারেন বেনিফিট