TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

রাষ্ট্রীয় পেনশনারদের নতুন নিয়মে শীতকালীন ফান্ড প্রদান করবে সরকার

যুক্তরাজ্যের ওয়ার্ক অ্যান্ড পেনশন বিভাগ হতে ২০০ পাউন্ডের শীতকালীন জ্বালানী ফান্ড প্রদানের জন্য নিয়মের বড় পরিবর্তন করতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার। ১৯৫৮ সালের ২২ সেপ্টেম্বরের আগে যারা জন্মগ্রহণ করেছেন তারা এই বছর ২০০ পাউন্ডের শীতকালীন জ্বালানী ফান্ড পাওয়ার যোগ্য হবেন বলে জানিয়েছে ওয়ার্ক অ্যান্ড পেনশন বিভাগ। ডিডাব্লুপি নিশ্চিত করেছে সারাদেশ জোরে জীবনযাত্রার সঙ্কটের ব্যয় অব্যাহত রয়েছে।

শীতকালীন ফান্ড তাদের প্রদান করা হবে যারা পেনশন ক্রেডিট, ইউনিভার্সাল ক্রেডিট বা ইনকাম সাপোর্ট সুবিধা পান। বর্তমানে যুক্তরাজ্যে পুরুষ এবং মহিলা উভয়ের জন্য ৬৬ বছর বয়ষ্ক লোকদের পেনশন ক্রেডিট প্রদান করা হয়ে থাকে।

আপনি যদি রাষ্ট্রীয় পেনশন পাওয়ার বয়সে পৌঁছে থাকেন তাহলে আপনি গেরান্টি ক্রেডিট সুবিধা ভোগ করবেন। এছাড়া কোনো সিঙ্গেল ব্যক্তি যদি সাপ্তাহিক আয় ২১৮.১৫ পাউন্ড এবং পরিবারের ক্ষেত্রে সাপ্তাহিক আয় যদি ৩৩২.৯৫ পাউন্ডের কম হয় তাহলে গ্যারান্টি ক্রেডিট সুবিধা দাবি করতে পারেন।

উল্লেখ্য যে ৮০ বছরের বেশি বয়সের পেনশনাররা ৩০০ পাউন্ড পাবেন বলে তথ্যমতে জানা যায়।
শীতকালীন জ্বালানী পেমেন্ট কোয়ালিফাইং সপ্তাহের কমপক্ষে এক দিন আগে যদি পেনশন ক্রেডিট পাওয়ার অধিকারী হন তাহলে প্রত্যেকে স্বয়ংক্রিয়ভাবে শীতকালীন জ্বালানী ফান্ড হতে অর্থ পাওয়ার জন্য স্বয়ংক্রিয়ভাবে যোগ্য হবেন।

সূত্রঃ ইয়াহু নিউজ

এম.কে
০৩ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

গ্রাহকদের নিকট হতে অতিরিক্ত চার্জ আদায়ের জন্য ক্ষতিপূরণের মুখে ব্রিটিশ টেলিকম

ফিলিস্তিনের পক্ষে লন্ডনে তিন লাখ মানুষের বিক্ষোভ

ছিয়াত্তর হাজার মানুষের ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার দায় হোম অফিসের কাঁধে