যুক্তরাজ্যের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়ে সাবেক কনজারভেটিভ চ্যান্সেলর নাধিম জাহাওয়ি রিফর্ম ইউকে দলে যোগ দিয়েছেন। দলটির নেতা নাইজেল ফারাজ নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন, যা টরি পার্টির জন্য একটি উল্লেখযোগ্য রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
সর্বশেষ সাধারণ নির্বাচনে এমপি পদ থেকে সরে দাঁড়ানো জাহাওয়ি এখন পর্যন্ত রিফর্ম ইউকেতে যোগ দেওয়া সবচেয়ে জ্যেষ্ঠ সাবেক কনজারভেটিভ নেতা।
তার এই সিদ্ধান্তকে রিফর্ম ইউকের জন্য বড় রাজনৈতিক অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে।
দল বদলের ঘোষণা দিয়ে নাধিম জাহাওয়ি বলেন, যুক্তরাজ্যের বর্তমান অবস্থা নিয়ে তিনি গভীর উদ্বিগ্ন। তার ভাষায়, “আমাদের সুন্দর, জাদুকরী ও প্রাচীন দ্বীপ রাষ্ট্রের গল্প এখন এক অন্ধকার ও বিপজ্জনক অধ্যায়ে প্রবেশ করেছে।” এই বক্তব্যের মাধ্যমে তিনি দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির অবনতির দিকেই ইঙ্গিত করেন।
জাহাওয়ি জানান, উচ্চ কর আরোপ এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর ক্রমবর্ধমান নিয়ন্ত্রণ বা সেন্সরশিপ তাকে কনজারভেটিভ পার্টি ছাড়তে বাধ্য করেছে। তার মতে, এই নীতিগুলো দেশের ভবিষ্যৎ ও গণতান্ত্রিক মূল্যবোধের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তিনি স্বীকার করেন, তার এই সিদ্ধান্তে সাবেক দলের অনেক নেতাকর্মী বিস্মিত হবেন। তবে তিনি মনে করেন, বর্তমান বাস্তবতায় রিফর্ম ইউকেই তার রাজনৈতিক বিশ্বাস ও অবস্থানের সঙ্গে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ।
নাইজেল ফারাজের নেতৃত্বাধীন রিফর্ম ইউকে সাম্প্রতিক সময়ে অভিবাসন, করনীতি এবং জাতীয় সার্বভৌমত্ব ইস্যুতে কড়া অবস্থান নিয়ে আলোচনায় রয়েছে। নাধিম জাহাওয়ির যোগদান দলটির রাজনৈতিক গ্রহণযোগ্যতা ও প্রভাব আরও বাড়াবে বলে বিশ্লেষকদের ধারণা।
সূত্রঃ দ্য গার্ডিয়ান
এম.কে

