TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

রুয়ান্ডা আশ্রয় পরিকল্পনার প্রথম ফ্লাইট এগিয়ে যেতে আদালতের অনুমতি

আপিল আদালতের বিচারকরা বলেছেন, রুয়ান্ডায় আশ্রয়প্রার্থীদের নিয়ে সরকারের প্রথম ফ্লাইট মঙ্গলবার (১৪ জুন) রওনা দিতেপারে। সরকারের নীতিগুলি বাস্তবায়নের জন্য এটি “জনস্বার্থে” ছিল, হাইকোর্টের পূর্ববর্তী এমন সিদ্ধান্তকে সমর্থন করে এ অনুমোতি দেওয়া হয়েছে। জানিয়েছে বিবিসি।

 

এই স্কিমের অধীনে, যারা অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করবে তাদের মধ্যে কিছু অংশকে রুয়ান্ডায় আশ্রয়ের জন্য আবেদন করতে পাঠানো হবে।

 

এদিকে নীতিটি বৈধ কিনা তা নিয়ে প্রশ্ন তুলে পূর্ণ শুনানির আগে ফ্লাইট বন্ধ করার চেষ্টা করছিল প্রচারকারীরা।

 

বর্ডার ফোর্স কর্মীদের প্রতিনিধিত্বকারী সংস্থা চ্যারিটি ডিটেনশন অ্যাকশন এবং পিসিএস ইউনিয়ন জানিয়েছে তারা এই সিদ্ধান্তে হতাশ।

 

হোম অফিসের একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব আফ্রিকার দেশটিতে আটজন উড়ে যাবে বলে আশা করা হচ্ছে। একটি সরকারি সূত্রের মতে, আধুনিক দাসপ্রথা এবং মানবাধিকার সম্পর্কিত আইনি চ্যালেঞ্জের পরে সংখ্যাটি ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।

 

সরকার বলেছে যে এই স্কিমটি ইংলিশ চ্যানেল জুড়ে বিপজ্জনক যাত্রাকে নিরুৎসাহিত করবে এবং তাই চোরাচালান চক্রকে দুর্বল করবে। কিন্তু দাতব্য সংস্থা, ধর্মীয় নেতা এবং বিরোধী দলগুলি এর সমালোচনা করেছে।

 

আরও পড়ুন:

রুয়ান্ডায় নির্বাসন পরিকল্পনার সমালোচনা করলেন প্রিন্স চার্লস!

 

আরো পড়ুন

লন্ডনে ডেলিভারি রাইডারদের বিরুদ্ধে অভিযান শুরু

সন্তান নিলে কর্মীদের অর্থ দেবে এ প্রতিষ্ঠান

১৮ বছর পর ইরাকে ‘যুদ্ধ সমাপ্তির’ ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের