যুক্তরাজ্য সরকার ইমিগ্রেশন এনফোর্সমেন্ট কর্মীদের ছুটি বাতিল করে দিয়েছে কারণ সরকার আশা করছে এই সপ্তাহে কিছু আশ্রয়প্রার্থীকে রুয়ান্ডায় প্রেরণের আইন পাশ হয়ে যাবে।
স্কাই নিউজের সাথে কথা বলতে গিয়ে ইউনিয়ন ফর বর্ডারস এন্ড ইমিগ্রেশনের লুসি মোরটন বলেন, এনফোর্সমেন্ট কর্মীরা এখনও দক্ষ হয়ে উঠে নাই আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় প্রেরণের কাজ সম্পর্কে। তারা আশ্রয়প্রার্থীদের অপসারণ করতে কীভাবে বিমানে তুলতে বাধ্য করবে সে সম্পর্কে এখনও খুব কমই জানে। তাছাড়া আশ্রয়প্রার্থীদের উড়োজাহাজে তোলার আগে সাময়িকভাবে কোথায় রাখা হবে সেটা নিয়েও পরিকল্পনা করতে হবে।
যার কারণে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অফিসারদের আগামী সপ্তাহ শুরু করে পরবর্তী ছয় সপ্তাহের জন্য সকল ছুটি বাতিল করে দেয়া হয়েছে।
তিনি আরও জানান, যে কর্মীরা এই প্রক্রিয়াতে জড়িত থাকবে তারা ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করছে। যদিও আমাদের মাটি হতে রুয়ান্ডায় আশ্রয়প্রার্থীদের নিয়ে যাওয়ার জন্য আমাদের শক্তিশালী অপারেশনাল পরিকল্পনা রয়েছে। আমরা অবৈধ অভিবাসন বন্ধ করতে, পাচারকারী গ্যাংয়ের মনোবল ভেঙ্গে ফেলতে কাজ করে যাচ্ছি।
সূত্রঃ স্কাই নিউজ
এম.কে
১৯ এপ্রিল ২০২৪