12.4 C
London
April 26, 2024
TV3 BANGLA
প্রবাসে বাংলাদেশশীর্ষ খবর

রোমানিয়া সীমান্তে ট্রাক থেকে ২৩ বাংলাদেশীকে উদ্ধার

রোমানিয়া সীমান্তে একটি ট্রাক থেকে ২৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। অবৈধভাবে ইতালিতে যাওয়ার সময় বৃহস্পতিবার তাদের উদ্ধার করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, পশ্চিম টার্নু বর্ডার ক্রসিং পয়েন্টে ট্রাকটি আসলে সেখানে তল্লাশি চালানো হয়। গাড়ির চালক জানিয়েছে, সে রোমানিয়া-ইতালি রুটে তোশক নিয়ে যাচ্ছিল।
আরাদ সীমান্ত পুলিশ বলেছে, ‘তল্লাশি চালানোর সময়, আমাদের সহকর্মীরা নিশ্চিত করেছেন যে, উদ্ধার হওয়া ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক, যাদের বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে। ব্যক্তিগত নথির ভিত্তিতে জানা গেছে, তারা আইনানুগ উপায়ে রোমানিয়াতে প্রবেশ করেছিল।’
সীমান্ত পুলিশ জানিয়েছে, চালককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে অভিবাসী চোরাচালান এবং ট্রাকে লুকিয়ে থাকা বিদেশী নাগরিকদের সাথে প্রতারণার মাধ্যমে রাজ্যের সীমান্ত অতিক্রম করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

আরো পড়ুন

No Human is Illegal | March 18

অনলাইন ডেস্ক

ইউক্রেনের পতাকা ওড়ালো ঢাকার ব্রিটিশ হাইকমিশন

ঝুঁকিতে যুক্তরাজ্যের হজ ট্রাভেল ইন্ডাস্ট্রি