TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনগামী ট্রেনে ভয়াবহ ছুরিকাঘাতঃ নয়জনের অবস্থা আশঙ্কাজনক, দুইজন গ্রেপ্তার

ডনকাস্টার থেকে লন্ডন কিংস ক্রসগামী একটি ট্রেনে শনিবার সন্ধ্যায় ছুরিকাঘাতের ঘটনায় অন্তত দশজন আহত হয়েছেন, যাদের মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। ভয়াবহ এই হামলার পর ট্রেনটি জরুরি ভিত্তিতে থামানো হয় হান্টিংডন স্টেশনে, যেখানে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে।

ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানায়, কাউন্টার টেররিজম ইউনিট তদন্তে সহায়তা করছে। তারা বলছে, ঘটনার সম্পূর্ণ পরিস্থিতি ও হামলার উদ্দেশ্য উদঘাটনে জোরালো তদন্ত চলছে। প্রাথমিকভাবে এ ঘটনাকে “অত্যন্ত গুরুতর অপরাধ” হিসেবে বিবেচনা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, এক ব্যক্তি রক্তাক্ত হাতে ট্রেনের বগির ভেতর দৌড়ে চিৎকার করে বলছিলেন, “ওদের হাতে ছুরি আছে!”।

আহতদের দ্রুত উদ্ধার করে ক্যামব্রিজের অ্যাডেনব্রুকস হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত দশজনের মধ্যে নয়জনের অবস্থা জীবন-সংকটাপন্ন। হান্টিংডন শহরের বাসিন্দারা ঘটনাটিকে “ এক দুঃস্বপ্ন” হিসেবে বর্ণনা করেছেন।

ঘটনার সময় ট্রেনটি ছিল সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের (জিএমটি) ডনকাস্টার-লন্ডন কিংস ক্রস সার্ভিস। যাত্রীরা জানান, পিটারবরো স্টেশন ছাড়ার কিছুক্ষণ পরই ট্রেনের ভেতর আতঙ্ক শুরু হয়। পরবর্তীতে ট্রেনটি হান্টিংডনে থামিয়ে দেওয়া হলে সশস্ত্র পুলিশ বগিতে উঠে অভিযুক্তদের আটক করে এবং যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয়।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই ঘটনাকে “ভয়াবহ ও গভীরভাবে উদ্বেগজনক” বলে মন্তব্য করেছেন। তিনি জনগণকে স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ মেনে চলার আহ্বান জানান।

ঘটনাটিকে কেন্দ্র করে হান্টিংডন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ ট্রেনের যাত্রী ও প্রত্যক্ষদর্শীদের সহযোগিতা চেয়েছে তদন্তের স্বার্থে।

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

ফিলিস্তিনের পক্ষে লন্ডনে তিন লাখ মানুষের বিক্ষোভ

বন্ধ হয়ে যেতে পারে ইংল্যান্ডের শতাধিক কেয়ার হোম

বেনিফিট নিতে ব্রিটেন-আয়ারল্যান্ড সীমান্তে মিথ্যা পরিচয়ে ঘুরছে অভিবাসীরা