5.9 C
London
December 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

লন্ডনের বাড়ি বিক্রি করে দিচ্ছেন বরিস জনসন

বরিস জনসন এবং তার স্ত্রী ক্যারি ডাউনিং স্ট্রিট ছাড়ার পরিকল্পনা হিসেবে তাদের দক্ষিণ লন্ডনের বাড়িটি বিক্রি করতে চাইছেন। বাড়িটির মূল্য ১.৬ মিলিয়ন পাউন্ড হাঁকা হয়েছে।

Picture: Rightmove.co.uk/Davis & Gibbs

টরি নেতা ২০১৯ সালে বাড়িটি কিনলেও ১০ নম্বরে অবস্থানের কারণে এই দম্পতি ক্যাম্বারওয়েলের প্রপার্টিতে কখনও সময় কাটাননি। তবে তারা বছরে কমপক্ষে ১০ হাজার পাউন্ড ভাড়া পাচ্ছিলেন।

Picture: Rightmove.co.uk/Davis & Gibbs

একটি সূত্র ডেইলি মেইলকে জানিয়েছে, তারা দক্ষিণ লন্ডনের হার্ন হিলে একসঙ্গে একটি নতুন বাড়ি খুঁজছেন। এ বছরের শুরু থেকে বাড়িটি সংস্কারের কাজ চলছে। মিসেস জনসনকে সম্প্রতি সেখানে দেখা গেছে। মালীরা বাড়ির পিছনের অংশ পরিষ্কার করছেন এবং সামনে গাছ লাগিয়েছে। ফলে ধারনা করা হচ্ছে শীঘ্রই নতুন বাড়িতে উঠতে যাচ্ছেন বরিস ও ক্যারি।

Picture: Rightmove.co.uk/Davis & Gibbs

৯ আগস্ট ২০২২
এনএইচ

আরো পড়ুন

সোশ্যাল মিডিয়ার ভুয়া তথ্য পোস্ট করায় সলিসিটর বরখাস্ত

বিদেশি শ্রমিকদের জন্য খুলছে মালয়েশিয়া

শরনার্থীদের জন্য রুয়ান্ডায় ওয়ান-ওয়ে টিকেট: বরিস জনসন