TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

লন্ডনে ধর্ষণের সংখ্যা দিন দিন বাড়ছে

লন্ডনে ধর্ষণের ঘটনা বাড়তে থাকলেও খুব অল্প সংখ্যকই পুলিশ সমাধান করতে পারছে। এমনটাই দেখা যাচ্ছে পরিসংখ্যানে।

 

লন্ডন মেট্রপলটন পুলিশের নিজস্ব পরিসংখ্যান অনুসারে ২০১৬ সাল থেকে ২০২১ সালের ভিতরে ৫৬৯৩৩ টি অভিযোগের মধ্যে কেবল ৬৮৮৩ টি ধর্ষণ যৌন যৌন নির্যাতনের অভিযুক্ত ধরা পরেছে। অর্থাৎ মাত্র ১২.১ শতাংশ কেসের সমাধান করা হয়েছে।

 

সোমবারে (১৫ মার্চ) প্রকাশিত সংবাদ মাধ্যম স্ট্যান্ডার্ডের গবেষণা অনুসারে, লন্ডনে ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে ধর্ষণের ঘটনা প্রায় ১৫.৩ শতাংশ বেড়েছে। এছারা ধর্ষণ ব্যতীত যৌন নির্যাতনের হার ২.৬ শতাংশ বেড়েছে। কিন্তু যৌন নির্যাতনের সংখ্যা ২০২০ সালে লকডাউনের মধ্যে কমে এসেছে। তবে লকডাউনে পারিবারিক সহিংসতার বেড়েছে অনেকাংশে।

 

যৌন নির্যাতনের শিকার হওয়া ১০ জনের মধ্যে প্রায় ৯ জন নারী।

 

গত ৩ মার্চ নিখোঁজ হন ৩৩ বছর বয়সী সারাহ ইভারার্ড এবং ১০ মার্চ  দক্ষিণ-পূর্ব লন্ডনের উডল্যান্ড থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যা মামলায় পুলিশ জড়িত থাকার অভিযোগে বিক্ষোভ করার সময় সংঘর্ষ হয় লন্ডন পুলিশ এবং সাধারণ জনগণের মাঝে। এই নিন্দনীয় ঘটনায় সাধারণ জনগণ পুলিশের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে অনেকাংশেই।

 

সূত্র: বিবিসি
১৫ মার্চ ২০২১
এসএফ

আরো পড়ুন

পশ্চিম লন্ডনে ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত

যুক্তরাজ্যে প্রতি মাসের মর্গেজ বাড়তে পারে ৫০০ পাউন্ড বা তারো বেশি

Training & Life skill | 9 February 2021

অনলাইন ডেস্ক