TV3 BANGLA
প্রবাসে বাংলাদেশবাংলাদেশযুক্তরাজ্য (UK)

লন্ডনে বিজয় দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকীতে টাঙ্গাইলের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা

বাংলাদেশের মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) ও টাঙ্গাইল জেলা সমিতি ইউকে’র ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২০ ডিসেম্বর, শনিবার পূর্বলন্ডনের রোজ উড গার্ডেন কনভেনশন হলে এক বর্ণাঢ্য ও ভাবগম্ভীর অনুষ্ঠানের আয়োজন করে টাঙ্গাইল জেলা সমিতি ইউকে। অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে গভীর শ্রদ্ধা ও সম্মান জানানো হয়।

অনুষ্ঠানে সমিতির আমন্ত্রণে উপস্থিত পাঁচজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা মানপত্র ও ফুলের তোড়া প্রদান করা হয়। মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগকে স্মরণ করে তাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে টাঙ্গাইল জেলা সমিতির তত্ত্বাবধানে নির্মিত প্রামাণ্যচিত্র “Tangail, In the Liberation War of 1971” প্রদর্শন করা হয়। প্রামাণ্যচিত্রটিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে টাঙ্গাইল জেলার বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতা, সংগঠন ও প্রতিরোধের ইতিহাস ফুটিয়ে তোলা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের ইতিহাস, গুরুত্বপূর্ণ ঘটনাবলী, প্রাকৃতিক সৌন্দর্য ও বিভিন্ন মনুমেন্ট নিয়ে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে উৎসাহ ও আনন্দ সৃষ্টি করে।
সমিতির বর্তমান সম্মানিত উপদেষ্টা মনোয়ার মোহাম্মদ উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফুর রহমান টিটু। সহ-সঞ্চালনায় ছিলেন সৈয়দ আব্দুল আহাদ সবুজ ও কামরুল ইসলাম সৈকত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. ফাইজুর রহমান সাজাহান।
মুখ্য আলোচক হিসেবে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন যুক্তরাজ্যপ্রবাসী বীর মুক্তিযোদ্ধা হাজী ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস হালিম খান, রেজওয়ান হোসেন, অ্যাডভোকেট শহিদুর রহমান খোশনবিশ এবং জিয়াউদ্দিন লালা। দেশ থেকে ভিডিও বার্তায় যুক্ত হয়ে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শামসুল হুদা, নুরুজ্জামান কাসেম ও আব্দুর সবুর।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কাউন্সিলর রহিমা রহমান, কাউন্সিলর মুজিবুর রহমান, প্রধান উপদেষ্টা আমিনুল ইসলাম সহিদ, আওয়াল মিয়া, খন্দকার জাকির হোসেন, আজীবন সদস্য মাহাবুব মোর্শেদ, সি. সহ-সভাপতি এখলাসুজ্জামান খান টুটুল, নাজমুল আলম রাজীব, শিবলী শহিদ খোশনবিশ, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, ইফফাত আরা রোজী, শাম্মী হুদা, ইমামুল আহসান সুমন, এনামুল হক খান (এনাম), শামীম আল মামুন, গোলাম কিবরিয়া প্রমুখ।
সাংস্কৃতিক পর্বে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন যুক্তরাজ্যের জনপ্রিয় ব্যান্ড শিল্পী রাজ ও শাহানাজ সুমি। সংগীত পরিবেশনায় ছিল প্রীতম গ্রুপ।
নৈশভোজ শেষে কেক কেটে মহান বিজয় দিবস ও সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
সভাপতি তার সমাপনী বক্তব্যে অতিথি, মুক্তিযোদ্ধা ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য, প্রামাণ্যচিত্রটি এখলাসুজ্জামান খান টুটুলের পরিচালনায় প্রযোজনা করেন জাহিদুল ইসলাম জাহিদ। একই অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা সমিতি ইউকে’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলের উদ্বোধন করা হয়। কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিচালনা করেন নাজমুল আলম রাজীব ও শামসুল আলম তালুকদার তারেক।
এম.কে

আরো পড়ুন

১১ মার্চ হতে কেয়ার ওয়ার্কার যুক্তরাজ্যে পরিবার আনতে পারবেন না

যুক্তরাজ্যে ভাতা কর্তন হলে অসুস্থ ও প্রতিবন্ধীরা সিস্টেম হতে মুছে যাবেঃ বিশেষজ্ঞদের সতর্কবার্তা

ডিসেম্বরে ঢাকায় উচ্চ পর্যায়ের বাংলাদেশ-ভারত সম্মেলন অনুষ্ঠিত হবে