TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনে মাইগ্রান্ট হোটেলে ছুরি নিয়ে হামলার অভিযোগে তরুণী গ্রেপ্তার

পূর্ব লন্ডনের ক্যানারি ওয়ার্ফে অবস্থিত ব্রিটানিয়া মাইগ্রান্ট হোটেল ঘিরে বড় ধরনের উত্তেজনার ঘটনা ঘটেছে। অন্ধ মায়ের ফ্ল্যাটে এক আশ্রয়প্রার্থীকে দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে ২২ বছর বয়সী চ্যানি অগাস্টাস মাংস কাটার ছুরি হাতে হোটেলে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার বিকেলে ঘটনার সূচনা হয়। থেমস ম্যাজিস্ট্রেটস কোর্টে জানানো হয়, অগাস্টাস মাত্র পাঁচ মিনিট দূরত্বে অবস্থিত ফ্ল্যাটে আশ্রয়প্রার্থীকে দেখতে পান এবং তাকে তাড়িয়ে দেন। পরে সন্ধ্যা ৬টার দিকে তিনি ব্রিটানিয়া হোটেলে গিয়ে এক নিরাপত্তারক্ষীর সঙ্গে কথা বলেন। কিছুক্ষণ পর মাংস কাটার ছুরি নিয়ে ফিরে এসে হোটেলের বাইরে ধাতব ব্যারিয়ারে আঘাত করতে থাকেন এবং আশ্রয়প্রার্থীদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহার করেন।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ফ্ল্যাটে ঢোকা আশ্রয়প্রার্থীকে হামলার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে, অগাস্টাসের বিরুদ্ধে আক্রমণাত্মক অস্ত্র বহন, দাঙ্গা, জরুরি সেবাকর্মীর ওপর হামলা এবং সাধারণ হামলার অভিযোগ আনা হয়েছে। তিনি এসব অভিযোগে নির্দোষ দাবি করার ইঙ্গিত দিয়েছেন, তবে গাঁজা রাখার অভিযোগে আদালতে দোষ স্বীকার করেছেন। আদালত তাকে রিমান্ডে নিয়ে আগামী ১২ ডিসেম্বর স্নেয়ারসব্রুক ক্রাউন কোর্টে হাজির করার নির্দেশ দিয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা আরও বেড়ে যায়, কারণ ব্রিটানিয়া হোটেল ইতোমধ্যেই স্থানীয়দের প্রতিবাদের কেন্দ্রবিন্দুতে ছিল। একসময় পর্যটকদের জন্য চার তারকা হোটেল হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানটি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ করে দিয়ে যুক্তরাজ্যে অবৈধভাবে প্রবেশকারীদের জন্য করদাতাদের অর্থে পরিচালিত “সার্জ” আবাসনে রূপান্তর করা হয়েছে।

ঘটনার আগের রাতেই একটি কোচ ভর্তি আশ্রয়প্রার্থীকে দৌড়ে হোটেলে প্রবেশ করতে দেখা যায়। এর আগে হোটেলে গদি, বিছানার ফ্রেম ও পানীয় সরবরাহ করা হয়, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভ আরও বাড়িয়েছে। বাসিন্দাদের অভিযোগ, হোটেলে আশ্রয়প্রার্থীদের রাখা এবং নিরাপত্তা ঘাটতি জনমনে অস্থিরতা ও ভয় তৈরি করছে।

এই ঘটনাটি কেবল স্থানীয় নিরাপত্তা প্রশ্নে নতুন করে বিতর্ক উসকে দেয়নি, বরং যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থী ব্যবস্থাপনা নিয়ে চলমান রাজনৈতিক ও সামাজিক আলোচনাকেও আরও তীব্র করেছে।

সূত্রঃ দ্য সান

এম.কে
১৬ আগস্ট ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্য-আয়ারল্যান্ডে ২০ হাজার কর্মী নেবে ম্যাকডোনাল্ডস

অর্থনৈতিক মন্দার কারণে যুক্তরাজ্যে বাড়ছে বেকারত্ব

ভেঙ্গে পড়তে পারে যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবন