4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

লন্ডনে মাস্ক না পরায় একদিনেই ৩০ হাজার পাউন্ড জরিমানা

বাধ্যতামূলক মুখ ঢাকা বা মাক্স পরার রীতি পুনরায় চালু করায় লন্ডনে ১৫০ জনেরও বেশি মাস্কবিহীন যাত্রীকে একদিনে (শুক্রবার – ৩ ডিসেম্বর) ৩০,৪০০ পাউন্ড জরিমানা করা হয়।

 

ইতোপূর্বে মেয়র সাদিক খান ঘোষণা করেন, টিউব ও অন্যান্য পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারকারীদের অবশ্যই ফেস মাস্ক পরতে হবে, অন্যথায় গুণতে হবে ২০০ পাউন্ড জরিমানা। কোভিড ১৯ এর নতুন ভ্যারিয়েন্ট নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে মঙ্গলবার থেকে গণপরিবহনে ফেস মাস্ক পরা আবার বাধ্যতামূলক হয়ে উঠেছে। ট্রান্সপোর্ট ফর লন্ডনের নীতি অনুসারে যেদিন নিয়মটি ফিরিয়ে আনা হয়েছিল সেদিনই লন্ডনে প্রায় ১৫২ জনকে জরিমানা করা হয়।

 

আইটিভি নিউজের সূত্রে জানা যায়, ১২৭ জনকে গণপরিবহনে চড়তে বা টিউব স্টেশনে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছিল৷ বাস, ট্রেন এবং টিউবে ৫১০০ জনকে তাদের মুখ ঢেকে রাখার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়।

 

রেল, মেরিটাইম অ্যান্ড ট্রান্সপোর্ট ইউনিয়ন (আরএমটি) পূর্বে উদ্বেগ প্রকাশ করে জানায়, ট্রেনের কর্মীদের রাগান্বিত যাত্রীদের মোকাবেলা করতে হতে পারে যারা মাস্ক পরতে চান না। মুখ ঢেকে রাখা নিশ্চিত করতে পরিবহন খাতে পুলিশের আরও লোকবল প্রয়োজন বলে মনে করছে কর্তৃপক্ষ।

 

৪ ডিসেম্বর ২০২১
এনএইচ

আরো পড়ুন

বাংলাদেশীদের জন্য ইউরোপের যে ৬ দেশে সহজেই মিলছে ওয়ার্ক পার্মিট ভিসা

ব্রেক্সিট চুক্তি নিয়ে সাময়িক অগ্রগতি

অনলাইন ডেস্ক

পূর্ণ ডোজ টিকা প্রাপ্ত ইইউ ও মার্কিন যাত্রীদের যুক্তরাজ্য প্রবেশে কোয়ারেন্টিন লাগবে না