16.6 C
London
July 26, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনে রিফর্মের প্রথম জয়: লেবার-টোরি দুই দলকেই ধাক্কা

দক্ষিণ-পূর্ব লন্ডনের ব্রোমলি কমন অ্যান্ড হোলউড ওয়ার্ডে উপনির্বাচনে রিফর্ম ইউকে ইতিহাস গড়ে প্রথমবারের মতো কাউন্সিল আসন জিতেছে। ২২.৯ শতাংশ সুইংয়ে দলটি ৩৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়। কনজারভেটিভ পার্টি, যারা অতীতে এই আসনে শক্তিশালী ছিল, তারা ১১.৮ পয়েন্ট কমে ২৯.৪ শতাংশ ভোট পায়। লেবার পার্টিও পেছনে পড়ে যায়, তাদের ভোট ১০.৪ পয়েন্ট কমে ১৮.২ শতাংশে দাঁড়ায়।

এই উপনির্বাচনে কনজারভেটিভ এমপি ও মন্ত্রী কেমি ব্যাডেনক নিজে উপস্থিত থেকে প্রচারে অংশ নিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও দলটি পরাজিত হয়। কেমি ফেসবুক পোস্টে ভোটারদের আহ্বান জানিয়েছিলেন যাতে তারা কর বৃদ্ধি ও স্কুল বন্ধের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং ইয়ান পেইনকে ভোট দেয়। কিন্তু শেষ পর্যন্ত প্রচেষ্টা বিফল হয়।

রিফর্ম ইউকে-র পক্ষে বিজয়ী প্রার্থী অ্যালান কুক এবং তার দলকে অভিনন্দন জানিয়ে রিফর্ম কর্মী মাইকেল হ্যাডওয়েন বলেন, “এটি প্রমাণ করে রিফর্ম এখন রাজধানীতে দৃঢ়ভাবে উঠে আসছে।” দলের মুখপাত্র জানান, “কেমি এবং কনজারভেটিভ হেডকোয়ার্টার এই আসনে সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু আমরা দেখিয়েছি জনগণ পরিবর্তন চায়।”

এই জয়ের ফলে রিফর্ম ইউকে আগামী বছরের লন্ডন নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। দলের পক্ষ থেকে জানানো হয়, তারা গোটা লন্ডনে ব্যাপকভাবে প্রচারে নামবে। সাবেক লিবডেম এমপি লেমবিট অপিক বলেন, “রিফর্মের জয় শুধু বড় নয়, এটি লেবার ও টোরি উভয়ের জন্যই অশনিসংকেত। কনজারভেটিভরা শেষ, আর লেবার মূল্যহীন।”

উল্লেখ্য, কনজারভেটিভরা যদিও অন্য কয়েকটি এলাকায়—ডরসেটের সোয়ানেজ, হার্টস্মেয়ারের বোরহ্যামউড এবং লিচফিল্ডের আলরেউয়াস ও ফ্র্যাডলি—উপনির্বাচনে আসন ধরে রাখতে সক্ষম হয়, তবুও ব্রোমলি কমনের ফলাফল তাদের জন্য রাজনৈতিক সংকেতবাহী।

সূত্রঃ দ্য এক্সপ্রেস

এম.কে
২৫ জুলাই ২০২৫

আরো পড়ুন

ইংল্যান্ড ও ওয়েলসে অপরাধীদের জন্য কোভিড-স্টাইল লকডাউন প্রস্তাব

যুক্তরাজ্যে বেগবান হচ্ছে ‘স্মার্টফোন মুক্ত শৈশব’ আন্দোলন

আশ্রয়প্রার্থীদের হোটেল খরচে বিদেশি সাহায্য! সরকারের ব্যয় কমাতে হিমশিম অবস্থান