9.5 C
London
January 22, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

শামিমা বেগম ফিরতে পারবেন না ইউকে

ইসলামিক স্টেটে (IS) যোগদানের জন্য ১৫ বছর বয়সী স্কুল ছাত্রী হিসেবে যুক্তরাজ্য ছেড়ে আসা শামিমা বেগমের রায় প্রদান করা হয়েছে আজ। ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করা বৈধ ছিল কিনা তা নিয়ে সিদ্ধান্ত জানিয়েছে  বিচারকি আদালত।
শামিমা বেগম ২০১৫ সালে দুই স্কুল বন্ধুর সাথে সিরিয়ায় যাওয়ার জন্য পূর্ব লন্ডনে তার বাড়ি ছেড়েছিলেন। পরবর্তীতে শামিমা ডাচ নাগরিক ২৭ বছর বয়সী ইয়াগো রিডিজকে বিয়ে করেন। তাকে ২০১৯ সালে একটি শরণার্থী শিবিরে পাওয়া গিয়েছিল। বৃটিশ সরকার শামিমার ব্রিটিশ নাগরিকত্ব কেড়ে নেয় এবং ব্রিটেনে প্রবেশ নিষিদ্ধ করে।এই সিদ্ধান্তের উপর আপিল করেন শামিমা বেগম।
তিনি যুক্তরাজ্যে ফিরে আসার জন্য লড়াই করছিলেন। শামিমা বেগমকে যুক্তরাজ্যে ফিরতে দেওয়া হবে না বলে রায় দিয়েছে বিশেষ অভিবাসন আপিল কমিশন।
আদালত ২৩ বছর বয়সী শামিমা বেগমের আপিল খারিজ করার সিদ্ধান্ত নিয়েছে।
এম.কে
২২ ফেব্রুয়ারি ২০২৩

আরো পড়ুন

ব্রিটেনে হত্যা সন্দেহে পাঁচ শিশু গ্রেপ্তার

ইউরোপীয় ইউনিয়নে ফেরার দাবিতে লন্ডনে বিক্ষোভ

ঢাকায় এলএসডি বিক্রি ও সেবনে ১৫টি দল