স্কুল শেষে সন্তানদের আনার সময় নিশ্চিত করতে রোগীদের নামে ভুয়া অ্যাপয়েন্টমেন্ট বুক করার দায়ে যুক্তরাজ্যে এক জিপিকে পাঁচ মাসের জন্য বরখাস্ত করা হয়েছে। নটিংহামশায়ারের আর্নল্ডে অবস্থিত স্টেনহাউস মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. হেলেন আইজেনহাওয়ারের বিরুদ্ধে এই সিদ্ধান্ত দেয় মেডিক্যাল প্র্যাকটিশনার্স ট্রাইব্যুনাল সার্ভিস।
ট্রাইব্যুনালে জানানো হয়, ২০২৪ সালের জুলাই মাসের এক শুক্রবার ডা. আইজেনহাওয়ার এমন দুই রোগীর জন্য সরাসরি (ফেস-টু-ফেস) অ্যাপয়েন্টমেন্ট বুক করেন, যাদের সঙ্গে তিনি সেদিন আগেই ফোনে পরামর্শ সম্পন্ন করেছিলেন। এসব অ্যাপয়েন্টমেন্টের কোনো চিকিৎসাগত প্রয়োজন ছিল না।
একজন রোগীর মেডিকেল নোটে অসংগতি ধরা পড়ার পর বিষয়টি প্র্যাকটিস কর্তৃপক্ষের নজরে আসে। পরবর্তী তদন্তে ভুয়া বুকিংয়ের প্রমাণ মেলে। পরে ডা. আইজেনহাওয়ার নিজেই জেনারেল মেডিকেল কাউন্সিলে (জিএমসি) নিজেকে রেফার করেন এবং অভিযোগ স্বীকার করেন।
শুনানিতে উঠে আসে, ১৭ জুন ২০২৪ তারিখে তার শিফট শেষ হওয়ার কথা ছিল বিকেল ৪টা ৪৫ মিনিটে এবং সন্ধ্যা ৬টার মধ্যে তাকে সন্তানদের স্কুল থেকে নিতে হতো। ট্রাইব্যুনাল জানায়, “কী ধরনের অ্যাপয়েন্টমেন্ট বুক হতে পারে তা নিয়ে উদ্বেগ থেকেই” তিনি আগেই ফোনে দেখা রোগীদের নাম দিয়ে সময় ব্লক করে রাখেন।
প্রথম দিকে প্র্যাকটিস কর্তৃপক্ষ প্রশ্ন তুললে তিনি অসততার অভিযোগ অস্বীকার করেন। তবে ট্রাইব্যুনালে তিনি স্বীকার করেন যে তার আচরণ অসততাপূর্ণ ছিল। তিনি বলেন, সন্তান পালনের চাপের কারণে সে সময় তার ঘুমের সমস্যা হচ্ছিল, যা তার সিদ্ধান্তে প্রভাব ফেলেছিল।
ডা. আইজেনহাওয়ার আরও দাবি করেন, তাকে বরখাস্ত করা হলে প্র্যাকটিসের রোগীসেবা ব্যাহত হতে পারে এবং তার পরিবারের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। তবে ট্রাইব্যুনাল এসব যুক্তি গ্রহণ করেনি।
রায়ে বলা হয়, ডা. আইজেনহাওয়ার রোগীদের স্বার্থের আগে নিজের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন, যা গুরুতর পেশাগত অসদাচরণের শামিল। এই কারণে পাঁচ মাসের বরখাস্ত প্রয়োজন, যাতে তার আচরণের গুরুত্ব প্রতিফলিত হয় এবং চিকিৎসা পেশা ও সাধারণ জনগণের কাছে একটি স্পষ্ট বার্তা যায় যে এ ধরনের অসততা গ্রহণযোগ্য নয়।
সূত্রঃ বিবিসি
এম.কে

