7.2 C
London
December 22, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত ফাইজার সিইও

করোনা মহামারিকালে ওষুধ কোম্পানি এবং টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার তিন গুণ মুনাফা করেছে। কোম্পানিটির সিইও বারুলা ওই সময় পাঁচ কোটি ডলার বেতন নিয়েছেন। এ ব্যাপারে ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে সিটিজেন জার্নালিস্টদের প্রশ্নের মুখোমুখি হন বারুলা। প্রশ্নবাণে জর্জরিত হয়ে বারুলা দৌড়ে স্থান ত্যাগ করেন।

তাকে প্রশ্ন করা হয়েছিলো- তাদের টিকা সংক্রমণ ছড়ানো ঠেকায় না, এ তথ্য কতদিন পর জানতে পারেন তিনি। এছাড়াও টিকা ব্যবসা থেকে তিনি ব্যক্তিগতভাবে কতোটা লাভ করেছেন তাও জানতে চাওয়া হয়। প্রায় ২ মিনিট নিরুত্তর থাকার পর উঠে চলে যান তিনি।

২০২১-২২ সালে প্রায় ৫ কোটি ডলার বেতন নেন বারুলা। ২০১৯ সালের পর ফাইজারও প্রায় ১০ হাজার কোটি ডলার মুনাফা করে। যা তাদের স্বাভাবিক আয়ের তিনগুন। কোম্পানিটি শুরুর প্রতিষ্ঠানের একটি যারা বাজারে করোনার টিকা এনেছিলো। শুরুতে তারা বলেছিলো, এই টিকা সংক্রমণ ঠেকায়। পরে জানা যায়, এটি শুধু রোগ থেকেই সুরক্ষা দেবে।

 

সূত্র: ডেইলি মেইল

আরো পড়ুন

ইউনিস ঝড়ে ভেঙে পড়লো নিউটনের আপেল গাছ

ডিউক অফ সাসেক্সের ক্ষতিপূরণ দাবীর মামলা যুক্তরাজ্যের হাইকোর্টে

কোভিডের চিকিৎসায় আমেরিকায় ৪ বিলিয়ন ডলারের ফার্মা প্রতিষ্ঠা করেছেন কুষ্টিয়ার সাদী

অনলাইন ডেস্ক