12.1 C
London
October 9, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে সেনাবাহিনী

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। রবিবার (৫ জানুয়ারি) দুপুরে বেলকুচির কামারপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

সূত্র জানিয়েছে, আটকের পর সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রধান সেনা ক্যাম্পে আনা হয়েছে আব্দুল লতিফকে।

সিরাজগঞ্জ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ আল আমিন জানান, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। গত সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে নৌকার প্রার্থী আব্দুল মোমিন মণ্ডলের কাছে হেরে যান।

এম.কে
০৫ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

আত্রাই বাঁধ ধসে উত্তাপ, চাপে ভারত; ইঙ্গিত বাংলাদেশ-চীন সংযোগের

‘কানাডা সিটিজেন নারীর জন্য পাত্র চাই’ বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগ

অনলাইন ডেস্ক

ইজারা দেওয়া হচ্ছে বেনজীরের সাভানা ইকো পার্ক