13.4 C
London
October 31, 2025
TV3 BANGLA
সিলেট

সিলেট-মদীনা রুটে সরাসরি বিমানের ফ্লাইট চালু

সিলেট থেকে সৌদি আরবের মদীনায় সরাসরি ফ্লাইট চলাচল শুরু হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় মদীনার উদ্দেশে ছেড়ে যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২৩৭ ফ্লাইটটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেলা ব্যবস্থাপক এ তথ্য জানিয়েছেন। প্রথম ফ্লাইটে সিলেটের ১৭৫ জনসহ মোট ২৬৮ যাত্রী রয়েছেন, যাদের অধিকাংশই ওমরাহ পালন করতে যাচ্ছেন।

বিমানের ব্যবস্থাপক জানান, ওমরাহ পালনকারী যাত্রীদের সুবিধা বিবেচনায় এখন থেকে প্রতি সপ্তাহে বুধবার সিলেট থেকে মদীনায় এবং বৃহস্পতিবার মদীনা থেকে সিলেটে সরাসরি বিমানের ফ্লাইট পরিচালনা করা হবে। এর আগে ২০২২ সালের ২৪ অক্টোবর সিলেট-জেদ্দা সরাসরি ফ্লাইট চালু হয়।

অন্যদিকে, বুধবার সিলেট থেকে মদীনায় সরাসরি ফ্লাইট যাবে এবং বৃহস্পতিবার ফিরবে। এতে সিলেটের যারা ওমরাহ পালনে যাবেন তারা চাইলে এক সপ্তাহের মধ্যে ওমরাহ সম্পন্ন করে দেশে ফিরতে পারবেন।

এদিকে আগামীকাল বৃহস্পতিবার থেকে জেদ্দা রুটে যুক্ত হচ্ছে আরেকটি ফ্লাইট। অর্থাৎ সপ্তাহে বিমানের দু’টি ফ্লাইট সিলেট থেকে জেদ্দা এবং একটি ফ্লাইট মদীনায় যাবে।

এম.কে
২৮ ডিসেম্বর ২০২৩

আরো পড়ুন

অবশেষে সিলেটের শত কোটি টাকার বাড়ির রহস্য উদ্ধার

সিলেট বিভাগের বড়লেখার দুছইন দইঃ এক গ্রামীণ জাগরণের গল্প

নিউজ ডেস্ক

সিলেটবাসীর নতুন ভোগান্তি লোডশেডিং