10.5 C
London
April 19, 2024
TV3 BANGLA
ইউরোপশীর্ষ খবর

সীমান্তের বেড়া সরিয়ে নিচ্ছে স্লোভেনিয়ার নতুন সরকার!

চলতি বছরের মধ্যে ক্রোয়েশিয়া সীমান্তে স্থাপিত বেড়া তুলে দেওয়ার কথা জানিয়েছে স্লোভেনিয়ায় ক্ষমতায় আসা নতুন সরকার৷

 

বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংবাদমাধ্যমকে সরকারের এই পরিকল্পনারর কথা জানায়৷

 

২০১৫ সালে ক্রোয়েশিয়া সীমান্তে দুইশ কিলোমিটার দীর্ঘ বেড়া স্থাপন করে মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়া৷ তখন বিশেষ করে সিরিয়া থেকে আসা আশ্রয়প্রার্থীরা বলকান রুটের এই পথ ধরে স্লোভেনিয়া হয়ে ক্রোয়েশিয়া পাড়ি দিয়ে পশ্চিম ইউরোপের দেশ জার্মানি, ইটালি ও ফ্রান্সে প্রবেশ করার চেষ্টা করছিলেন৷

 

কিন্তু বেড়া থাকায় অভিবাসনপ্রত্যাশীরা সেসময় তা ডিঙিয়ে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন৷ ধারালো কাঁটাতারের বেড়া ডিঙাতে গিয়ে অনেক অভিবাসনপ্রত্যাশী আহত হয়েছিলেন বলে গণমাধ্যমের খবরে জানা যায়৷ এমন পরিস্থিতিতে সমালোচনার মুখে পড়ে স্লোভেনিয়া সরকার৷

 

অবশ্য অভিবাসনপ্রত্যাশীদের সাথে নানা ধরনের অবন্ধুসুলভ আচরণের জন্য বেশ কয়েক বছর ধরেই সমালোচনার মুখে স্লোভনিয়া৷

 

শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থাগুলোর দাবি, সীমান্তে অভিবাসীদের পুশব্যাক করে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর চেষ্টা করে স্লোভেনিয়া পুলিশ৷

 

এমন পরিস্থিতিতে এক সপ্তাহ আগে ক্ষমতায় আসা রবার্ট গোলোবের উদারপন্থী বামপন্থি দল ফ্রিডম মুভমেন্ট সীমান্তের বেড়া তুলে দেওয়ার এই সিদ্ধান্ত জানায়৷

 

১১ জুন ২০২২
এনএইচ

আরো পড়ুন

হাজারো ইইউ নাগরিকের বেনিফিট বন্ধ হবে আগামী মাসে

অনলাইন ডেস্ক

ফেসবুক দিচ্ছে ফেলোশিপের সুযোগ, বছরে দেবে ৪২ হাজার ডলার

7th anniversary of BENECO financial services ltd | Prizes to be won!