21.8 C
London
July 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

সেলহার্স্ট স্টেশনের ট্রেনে সাপ!

সাউদার্ন রেলের একটি ট্রেনে চার ফুটের একটি সাপ পাওয়া গেছে। জানা যায়, ১৬ ডিসেম্বর রাত ১১টার দিকে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ অফিসাররা সরীসৃপকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য মিচাম চিড়িয়াখানা থেকে গ্যারেথ নর্থকে ডাকে।

 

সেলহার্স্ট ট্রেন ডিপোতে ট্রেনের বগির মেঝেতে সাপটিকে দেখা যায়। এই ট্রেনটি লন্ডন, কেন্ট এবং সাসেক্সের মধ্যে ভ্রমণ করেছিল।

 

গ্যারেথ নর্থ নিউজ শপারকে বলেছেন: “এটি একটি চার ফুটের কর্ন স্নেক, তবে এর লিঙ্গ বর্তমানে অজানা। হিট গেটের মধ্যে আটকে থাকায় এটি আঘাত পেয়েছে।

 

ধারণা করা হচ্ছে, সাপটি কোনো যাত্রীর ব্যাগ থেকে বেরিয়ে এসেছে অথবা কেউ সেখানে রেখে গেছে।

 

২৮ ডিসেম্বর ২০২২
নিউজ ডেস্ক

আরো পড়ুন

খালি করা হলো বার্মিংহাম বিমানবন্দর, সমস্ত ফ্লাইট স্থগিত

সাধারণ নির্বাচনের মাধ্যমে ঋষি সুনাক ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপিত হবেন

আমার মেয়েই তাকে প্রধানমন্ত্রী বানিয়েছেঃ ঋষি সুনাকের শাশুড়ি