ডাচ সরকার ঘোষণা করেছে মোবাইল ফোন সহ সকল ধরনের ডিভাইস শ্রেণিকক্ষে বহন করা নিষেধ। ইলেক্ট্রনিক ডিভাইস বা গ্যাজেটের উপর নিষেধাজ্ঞা আনয়নে বহুদিন হতে কাজ করে যাচ্ছে ডাচ সরকার। সরকার ঘোষণা করেছে এই কার্যক্রম শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে সাহায্য করবে।
প্রতিটা স্কুলের সহযোগিতায় এই উদ্যোগটি চালু করা হয়েছে এবং এটি পরবর্তী বছরের শুরুতে কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছে ডাচ সরকার। তবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আইনে কিছু ব্যতিক্রম থাকবে বলেও জানানো হয়।
শিক্ষামন্ত্রী রবার্ট ডিজকগ্রাফ বলেছেন, ” যদিও মোবাইল ফোনগুলি প্রায় আমাদের জীবনের সাথে জড়িত, তবুও শ্রেণিকক্ষে এর অন্তর্ভুক্তি নয়।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে বাচ্চাদের জীবনে মোবাইল ফোন খারাপ প্রভাব নিয়ে আসে তাই এই ডিভাইসগুলোর ব্যবহার সীমিত করা উচিত।
তিনি আরো জানান, ট্যাবলেট এবং স্মার্টওয়াচ সহ অন্যান্য প্রযুক্তিগুলিও ডাচ নিষেধাজ্ঞায় অন্তর্ভুক্ত রয়েছে।
খবরে জানা যায়, গত সপ্তাহে ফিনল্যান্ড অনুরূপ সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ইংল্যান্ড এবং ফ্রান্স সহ অন্যান্য দেশগুলিও শিক্ষার উন্নতির জন্য মোবাইল ফোন নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে বলেও জানা যায়।
এম.কে
০৫ জুলাই ২০২৩